নতুন লুকে পরীমনি, সিঁথিতে সিঁদুর পরিয়ে নজর কাড়লেন
ঢালিউড থেকে টালিউডে পা রেখেছেন অভিনেত্রী পরীমনি। দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবক্সী’ সিনেমার মাধ্যমে টালিউডে তার অভিষেক হতে যাচ্ছে। আগামী ১৭ জানুয়ারি মুক্তি পাবে এই ছবিটি, যেখানে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।
ঢালিউড থেকে টালিউডে পা রেখেছেন অভিনেত্রী পরীমনি। দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবক্সী’ সিনেমার মাধ্যমে টালিউডে তার অভিষেক হতে যাচ্ছে। আগামী ১৭ জানুয়ারি মুক্তি পাবে এই ছবিটি, যেখানে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।
এবার সামনে এসেছে সেই সিনেমার পরীমনির লুক, যেখানে তিনি ‘লাবণ্য’ চরিত্রে অভিনয় করছেন। সিঁথিতে সিঁদুর পরা লাবণ্য রূপে পরীমনির নতুন লুকটি বেশ নজরকাড়া।
পরীমনি তার ফেসবুক পেজে ‘ফেলুবক্সী’র পোস্টার শেয়ার করে এই চরিত্রের ব্যাপারে কিছু তথ্য জানিয়েছেন। পোস্টারে তাকে দেখা গেছে কুর্তা পরা, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর আর হাতে বালা পরা এক অনন্য রূপে। পোস্টের ক্যাপশনে পরীমনি লিখেছেন, "লাবণ্যের সঙ্গে পরিচিত হন, যিনি তার উষ্ণতা ও আত্মবিশ্বাস দিয়ে সব কিছুকে প্রজ্বালিত করেন। বিশেষত তার চওড়া হাসি ও চমৎকার মন দিয়ে যিনি বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসা ছড়িয়ে দেন।"
এখন পর্যন্ত তার লুকটি দেখে তার ভক্তরা বেশ খুশি। পোস্টের নিচে মন্তব্যে ভক্তরা তাদের আগ্রহ প্রকাশ করেছেন। এক ভক্ত লিখেছেন, "শুভকামনা রইল, অপেক্ষায় আছি।" অন্য এক ভক্ত লিখেছেন, "ওয়াও!" আরেকজন মন্তব্য করেছেন, "অনেক সুন্দর লাগছে পরী।"
উল্লেখ্য, ‘ফেলুবক্সী’ একটি থ্রিলার ঘরানার সিনেমা, যেখানে ফেলুবক্সী চরিত্রটি স্মার্ট এবং প্রযুক্তির সঙ্গে আপডেটেড। এটি একটি সাধারণ বাঙালি ছেলের গল্প, যে খেতে খুব ভালোবাসে এবং রহস্য সমাধান করতে পছন্দ করে। সিনেমার রহস্যের কেন্দ্রে রয়েছেন পরীমনি।
What's Your Reaction?