স্বামীর সমালোচনা শুনে যা করলেন আলিয়া
বলিউডের কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের জন্মশতবর্ষের অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কাপুর পরিবারের আয়োজিত এই অনুষ্ঠানে অভিনেতা রণবীর কাপুরের কিছু আচরণ নেটিজেনদের নজর কাড়ে এবং তাকে কিছুটা কটাক্ষের মুখেও পড়তে হয়। তবে, এবার সেই বিতর্কে প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী আলিয়া ভাট।
বলিউডের কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের জন্মশতবর্ষের অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কাপুর পরিবারের আয়োজিত এই অনুষ্ঠানে অভিনেতা রণবীর কাপুরের কিছু আচরণ নেটিজেনদের নজর কাড়ে এবং তাকে কিছুটা কটাক্ষের মুখেও পড়তে হয়। তবে, এবার সেই বিতর্কে প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী আলিয়া ভাট।
একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, রাজ কাপুরের জন্মশতবর্ষের অনুষ্ঠানে রণবীর, আলিয়াকে কিছুটা ইগনোর করছেন। এই ভিডিওটি পুরোনো একটি ভিডিওর সঙ্গে তুলনা করা হয়েছে, যেখানে আলিয়া বলেছিলেন, রণবীর চান না তার স্ত্রী লিপস্টিক পরুক, এবং পরলে তা মুছে ফেলতে বলেন। নতুন করে সেই ভিডিও ভাইরাল হলে অনেকেই প্রশ্ন তুলেছেন, "কি রণবীর সত্যিই 'রেড ফ্ল্যাগ'?" তবে, এই বিতর্কের জবাবে একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রণবীরকে আলিয়ার যত্ন নিতে দেখা গেছে।
এই ভিডিওতে দেখা যাচ্ছে, রণবীর আলিয়ার হাত ধরে তাকে চলতে সাহায্য করছেন এবং তারপর আলিয়াকে বসানোর সময়ও তার পাশে আছেন। এই ভিডিওটি আলিয়ার একটি ফ্যান পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়, যেখানে লেখা হয়, "রণবীরের যে সাইডটা মিডিয়ায় দেখানো হয় না, সেটি এখানে প্রকাশ পেল। অনেক সময় জেনে বুঝে নেগেটিভ পিআর করা হয়। কিন্তু এইটাই আসল বাস্তব।"
এদিকে, আলিয়া ও রণবীরকে আগামীতে সঞ্জয়লীলা বানসালির ছবি ‘লাভ অ্যান্ড ওয়ারে’ একসঙ্গে দেখা যাবে। ছবিতে তাদের সঙ্গে আরও থাকবেন ভিকি কৌশল। এছাড়া, রণবীর কাপুরকে আগামীতে ‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে দেখা যাবে।
What's Your Reaction?