মুম্বাইয়ে যাত্রীবাহী ফেরিকে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কা, নিহত ১৩

ভারতের মুম্বাইয়ে যাত্রীবাহী ফেরির সঙ্গে ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোটের সংঘর্ষ ঘটেছে, যাতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন ফেরির যাত্রী এবং ৩ জন নৌবাহিনীর সদস্য। এ দুর্ঘটনায় একশ’ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, বলে জানিয়েছে এনডিটিভি।

Dec 19, 2024 - 05:24
 0  2
মুম্বাইয়ে যাত্রীবাহী ফেরিকে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কা, নিহত ১৩

ভারতের মুম্বাইয়ে যাত্রীবাহী ফেরির সঙ্গে ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোটের সংঘর্ষ ঘটেছে, যাতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন ফেরির যাত্রী এবং ৩ জন নৌবাহিনীর সদস্য। এ দুর্ঘটনায় একশ’ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, বলে জানিয়েছে এনডিটিভি।

স্থানীয় সময় ১৮ ডিসেম্বর, বুধবার বিকেলে মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা দ্বীপের দিকে যাচ্ছিল ‘নীলকমল’ নামের ফেরিটি। তখন ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোট ইঞ্জিন ট্রায়াল চালাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ স্পিডবোটটির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার কারণে তা নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় স্পিডবোটটি ফেটে গিয়ে পানি ঢুকতে শুরু করে এবং এক পর্যায়ে সেটি উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় মাছধরা লঞ্চ, নৌবাহিনীর ১১টি বোট এবং ৪টি হেলিকপ্টারসহ উদ্ধার কাজ শুরু হয়। এছাড়াও কোস্টগার্ড ও মেরিন পুলিশও উদ্ধার অভিযানে অংশ নেয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow