লিটনের অধিনায়কত্বে মুগ্ধ সিমন্স, অফফর্ম নিয়ে চিন্তিত নন

ব্যাট হাতে লিটন দাসের সময়টা একেবারে ভালো যাচ্ছে না। ওয়ানডেতে ধারাবাহিক ব্যর্থতার পর টি-টোয়েন্টিতেও ব্যাটিংয়ে খুব একটা সফল হতে পারেননি তিনি। তবে আশার বিষয় হলো, ওয়েস্ট ইন্ডিজে ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। আর এই সিরিজে অধিনায়ক হিসেবে কোচ ফিল সিমন্সের প্রশংসা অর্জন করেছেন লিটন। একইসাথে সিমন্সের বিশ্বাস, শীঘ্রই রানে ফিরবেন লিটন।

Dec 19, 2024 - 08:26
 0  2
লিটনের অধিনায়কত্বে মুগ্ধ সিমন্স, অফফর্ম নিয়ে চিন্তিত নন

ব্যাট হাতে লিটন দাসের সময়টা একেবারে ভালো যাচ্ছে না। ওয়ানডেতে ধারাবাহিক ব্যর্থতার পর টি-টোয়েন্টিতেও ব্যাটিংয়ে খুব একটা সফল হতে পারেননি তিনি। তবে আশার বিষয় হলো, ওয়েস্ট ইন্ডিজে ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। আর এই সিরিজে অধিনায়ক হিসেবে কোচ ফিল সিমন্সের প্রশংসা অর্জন করেছেন লিটন। একইসাথে সিমন্সের বিশ্বাস, শীঘ্রই রানে ফিরবেন লিটন।

নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে এই সিরিজে বাংলাদেশ দলকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। তার নেতৃত্বে, ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এ জন্য সিমন্স লিটনের প্রশংসা করেছেন।

আগামীকাল ভোর ৬টায় সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে, লিটনের নেতৃত্বের প্রশংসা করতে গিয়ে সিমন্স বলেন, "এই দুটি ম্যাচেই লিটন দারুণ সিদ্ধান্ত নিয়েছে। সে খুব ভালোভাবে নেতৃত্ব দিচ্ছে। রান পাচ্ছে না, তবে এটা চিন্তার বিষয়। সবাই তো প্রতিদিন রান করতে পারে না। খেলোয়াড়রা সব সময় ভালো করার জন্য প্রস্তুত থাকে। আশা করি, শেষ ম্যাচে সে ফিরে আসবে।"

প্রথম দুই টি-টোয়েন্টির উইকেট নিয়ে সিমন্স বলেন, "প্রথম ম্যাচের উইকেট ভালো ছিল। আজ (বুধবার) সময়ের সঙ্গে সঙ্গে ব্যাট করা কঠিন হয়ে গেছে। তবে লড়াই করে জয়লাভ করতে হয়েছে। দুই দলের জন্য পিচ একরকম ছিল। টার্ন করেছে ভালো, তবে আমি বলব না যে এটা ১৩০ রানের উইকেট।"

প্রথম দুই ম্যাচেই ব্যাট হাতে অবদান রেখেছেন শামীম হোসেন পাটোয়ারী। এ কারণে শামীমের পারফরম্যান্স নিয়ে আলাদাভাবে সন্তুষ্টি প্রকাশ করেছেন সিমন্স। ক্যারিবীয় কোচ বলেন, "শামীম ম্যাচসেরা হয়েছে, তার পারফরম্যান্সে আমি খুশি। সে দুটি ম্যাচেই নিজেকে প্রমাণ করেছে। এর আগে অনুশীলনেও তার সামর্থ্য দেখিয়েছে। সে জানে কীভাবে তার কাজ করতে হবে। দেখেও ভালো লাগছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow