তারকাদের ক্রমাগত হুমকি নিয়ে যা বলছেন অপূর্ব
বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক অপূর্বের প্রথম বড়পর্দার সিনেমা *‘চালচিত্র’* সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) কলকাতায় এই সিনেমাটি প্রথম প্রদর্শিত হয়। *‘চালচিত্র’* পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত। সিনেমার প্রিমিয়ারে উপস্থিত থাকার কথা ছিল অপূর্বের, কিন্তু কিছু সমস্যার কারণে তিনি যেতে পারেননি।
বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক অপূর্বের প্রথম বড়পর্দার সিনেমা *‘চালচিত্র’* সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) কলকাতায় এই সিনেমাটি প্রথম প্রদর্শিত হয়। *‘চালচিত্র’* পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত। সিনেমার প্রিমিয়ারে উপস্থিত থাকার কথা ছিল অপূর্বের, কিন্তু কিছু সমস্যার কারণে তিনি যেতে পারেননি।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, অপূর্বকে ভারতে যেতে নাকি কিছু হুমকি দেওয়া হয়েছিল, যেহেতু ঢাকার তারকাদের নিয়ে মাঝে মধ্যেই এমন ধরনের ঘটনা ঘটে থাকে। তবে এসব দাবি অস্বীকার করেছেন অপূর্ব নিজেই। তিনি বলেছেন, "এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। আমি শুটিং করছি এবং পূর্ব থেকেই শুটিং সিডিউল ছিল। ইচ্ছে থাকা সত্ত্বেও আমি সিনেমার প্রিমিয়ারে অংশ নিতে পারিনি।"
অপূর্ব আরও জানান, প্রিমিয়ারে উপস্থিত থাকার ব্যাপারে তার সঙ্গে কোন যোগাযোগ হয়নি এবং তার কোনো বক্তব্যও খবরগুলোর সঙ্গে ছিল না। তিনি হুমকি দেওয়ার খবরকে একেবারে মিথ্যা ও বানোয়াট বলে অভিহিত করেছেন।
এমনকি, এই ধরনের মিথ্যা খবর ভারতীয় গণমাধ্যমেও উঠে এসেছে। এর আগে, অভিনেতা চঞ্চল চৌধুরী সম্পর্কে ভারতের বিভিন্ন সংবাদপত্রে গুজব ছড়ানো হয়েছিল যে তাকে গৃহবন্দি করা হয়েছে। চঞ্চল এই খবর উড়িয়ে দিয়ে জানান, "এটি ভিত্তিহীন এবং আমার সঙ্গে কেউ যোগাযোগ করে এ ধরনের খবর ছড়ায়নি।"
এবার ঠিক এক সপ্তাহ পর, আবার কলকাতার সংবাদমাধ্যমে অপূর্বের বিরুদ্ধে মিথ্যা খবর ছড়ানো হলো, যা তার ভক্তদের মধ্যে কিছুটা বিতর্ক সৃষ্টি করেছে।
What's Your Reaction?