এবারের বর্ষসেরা কনটেন্ট ক্রিয়েটর হলেন যারা
বাংলাদেশি ক্রিয়েটরদের ডিজিটাল কনটেন্ট এবং তাদের ব্যতিক্রমী সব কাজ তুলে ধরছে টিকটক প্ল্যাটফর্ম। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হলো এ সংক্রান্ত আয়োজন ‘টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ডস ২০২৪’।
বাংলাদেশি ক্রিয়েটরদের ডিজিটাল কনটেন্ট এবং তাদের ব্যতিক্রমী সব কাজ তুলে ধরছে টিকটক প্ল্যাটফর্ম। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হলো এ সংক্রান্ত আয়োজন ‘টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ডস ২০২৪’।
আয়োজনে চলতি বছর দশটি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। ১৪ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত এ আয়োজনের জন্য টিকটক অ্যাপের মাধ্যমে ভোট গ্রহণ চলে। ইউজারদের ভোটের ভিত্তিতে নির্বাচিত করা হয় বিজয়ী ক্রিয়েটরদের।
এবার মূল আকর্ষণ ‘ক্রিয়েটর অফ দ্য ইয়ার’ হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর নাদির। এছাড়া সেরা ভিডিওর জন্য পুরস্কার পেয়েছেন গুলফাম শাহানা জানা। সেরা ফ্যাশন ক্রিয়েটর হামজা খান শায়ান এবং সেরা ট্রাভেল ক্রিয়েটর মি. মিক্সার রাশিক।
অন্যদিকে শিক্ষামূলক কনটেন্টে পুরস্কার পেয়েছেন স্যাম। সেরা বিউটি ক্রিয়েটর তানিশা তাসনিম। উদীয়মান ক্রিয়েটর রাফসান আহমেদ। ফুড ক্রিয়েটর সোহেব রহমান এবং এন্টারটেইনমেন্ট ক্রিয়েটর সারওয়ার বাঁধন এবং সাদিয়া রোজা। স্পোর্টস ক্রিয়েটর মোহাম্মদ কাওসার বিন মুস্তাফিজ।
What's Your Reaction?