লিটন ৩-৪ ওভার আগেই বুঝে যান ম্যাচের পরিস্থিতি: সালাউদ্দিন

লিটন দাসের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয় করেছে বাংলাদেশ। যদিও ব্যাট হাতে বড় রান না পেলেও, লিটনের নেতৃত্ব গুণে মুগ্ধ হচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা এবং অনেকেই তাকে স্থায়ী টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দেখতে আগ্রহী। এই পরিস্থিতিতে, লিটনের নেতৃত্বের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

Dec 21, 2024 - 09:18
 0  1
লিটন ৩-৪ ওভার আগেই বুঝে যান ম্যাচের পরিস্থিতি: সালাউদ্দিন

লিটন দাসের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয় করেছে বাংলাদেশ। যদিও ব্যাট হাতে বড় রান না পেলেও, লিটনের নেতৃত্ব গুণে মুগ্ধ হচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা এবং অনেকেই তাকে স্থায়ী টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দেখতে আগ্রহী। এই পরিস্থিতিতে, লিটনের নেতৃত্বের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

সালাউদ্দিন লিটনের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “লিটন অধিনায়ক হিসেবে অসাধারণ। গত বছর কুমিল্লাতে প্রথম তাকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছিলাম, তখন অনেকেই বিরোধিতা করেছিল। কিন্তু আমি সবসময় খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিই। একজন ব্যক্তির খেলা সম্পর্কে ধারণা, চিন্তাধারা এবং ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা দেখে আমি সিদ্ধান্ত নিতাম। আমি মনে করি লিটন অধিনায়ক হওয়ার মতো।” 

লিটনের নেতৃত্বের কিছু বিশেষ গুণ নিয়ে সালাউদ্দিন আরও বলেন, “সে খেলার মধ্যে থাকতে থাকতে ৩-৪ ওভার আগে ম্যাচের পরিস্থিতি বুঝতে পারে। একজন ভালো অধিনায়কের সবচেয়ে বড় গুণ হচ্ছে খেলার আগে সে বুঝে নিতে পারে যে পরবর্তী দুই ওভারে কী হতে যাচ্ছে। আমি মনে করি, লিটনের এই গুণ তাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখে। আপনি দেখেছেন, আমরা কম রান তাড়া করেও দুটি ম্যাচ জিতেছি। তার ফিল্ডিং সেটআপ থেকে শুরু করে বোলারদের ব্যবহার, সব কিছুতেই তার অধিনায়কত্বের অসাধারণ গুণ প্রকাশ পেয়েছে।”

লিটনের সাম্প্রতিক ব্যাটিং পারফরম্যান্স তেমন ভালো না হলেও, তার টেকনিক্যাল কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন। তিনি বলেন, “যেকোনো ব্যাটারের খারাপ সময় আসতেই পারে, কিন্তু টেকনিক্যালি লিটনের কোনো সমস্যা নেই। আমি মনে করি, সে খুব দ্রুত এই সমস্যা থেকে বের হয়ে আসবে। সে আমাদের অন্যতম সেরা ব্যাটার, যে কোনো ফরম্যাটেই। তাই এটি নিয়ে আমি চিন্তিত নই।”

সালাউদ্দিন আরও বলেন, “ব্যাটিং নিয়ে আমি মনে করি, লিটনকে বেশি চিন্তা করতে হবে না। একজন ব্যাটার যখন রান করতে পারে না, তখন শুধু খেলোয়াড় নয়, আমাদেরও খারাপ লাগে। তবে এই সময়ে মানসিকভাবে আরও রিল্যাক্স থাকতে পারলে, সে ভালো খেলবে এবং খুব দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow