বেলগ্রেডকে ৫-২ গোলে হারিয়েছে বার্সেলোনা

উয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা ৫-২ গোলে হারিয়েছে সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডকে। এই বড় জয় দিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি।

Nov 7, 2024 - 05:27
 0  5
বেলগ্রেডকে ৫-২ গোলে হারিয়েছে বার্সেলোনা

উয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা ৫-২ গোলে হারিয়েছে সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডকে। এই বড় জয় দিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি।

ম্যাচটি শুরু থেকেই এস্পানিওলের উপর চাপ তৈরি করে বার্সেলোনা। খেলার ১২ মিনিটের মাথায় স্বাগতিকদের এগিয়ে নেন দানি ওলমো।

ঘরের মাঠে রেড স্টার বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। ১৩ মিনিটে রাফিনিয়ার ফ্রি কিক থেকে দারুণ হেডারে গোল করে বার্সেলোনা এগিয়ে যায়। ২৭ মিনিটে সমতায় ফেরে রেড স্টার, সিলাসের গোলে উৎসবে মেতে ওঠে স্বাগতিকরা। তবে ৪৩ মিনিটে আবারও দলকে এগিয়ে দেন রবার্ট লেভানডোভস্কি।

৫৩ মিনিটে তৃতীয় গোলটিও করেন এই পোলিশ স্ট্রাইকার। গোল উৎসবে যোগ দেন দারুণ ফর্মে থাকা রাফিনিয়া, ৫৫ মিনিটে স্কোর শিটে নাম তোলেন তিনি। ম্যাচের ৭৬ মিনিটে বার্সেলোনার পঞ্চম গোলটি করেন ফেরমিন লোপেজ।

৮৪ মিনিটে রেড স্টার একটি গোল শোধ দিলেও, ৫-২ গোলের ব্যবধানে বড় জয় পায় বার্সেলোনা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow