শাহরুখের থাপ্পড় নিয়ে মুখ খুললেন হানি সিং, জানালেন সেদিনের ঘটনা
মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠান করতে গিয়ে হোটেল রুমে পাঞ্জাবি সংগীতশিল্পী হানি সিংয়ের ওপর বলিউড বাদশাহ শাহরুখ খান চড়াও হয়েছেন— এমন একটি খবর কয়েক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠান করতে গিয়ে হোটেল রুমে পাঞ্জাবি সংগীতশিল্পী হানি সিংয়ের ওপর বলিউড বাদশাহ শাহরুখ খান চড়াও হয়েছেন— এমন একটি খবর কয়েক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে, শাহরুখ খান এত জোরে হানি সিংকে চড় মেরেছিলেন যে, গায়ক আহত হয়ে মঞ্চে পারফর্ম করতে পারেননি। বলা হয়েছিল, তার কপাল ফেটে রক্ত বেরিয়ে গিয়েছিল। সেই সময় এই ঘটনাটি বলিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল।
এবার, ৯ বছর পর, হানি সিং নিজেই প্রকাশ্যে এসে সেই ঘটনার আসল চিত্র তুলে ধরেছেন। সম্প্রতি মুক্তি পাওয়া হানি সিংয়ের জীবনের ওপর তৈরি একটি তথ্যচিত্রে তিনি এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন।
হানি সিং বলেন, "শাহরুখ খান কখনও আমার গায়ে হাত তুলবেন না। উনি এমন একজন মানুষই নন। আমি তাকে খুব ভালোবাসি, এবং তিনি আমাকে ভীষণ ভালোবাসেন। আমাদের সম্পর্ক দাদা-ভাইয়ের মতো। তাই শাহরুখ আমাকে মেরেছে— এমন কোনো ঘটনা সত্য নয়।"
তিনি আরও জানান, "সেদিন আমার মঞ্চে ওঠার মন ছিল না। মনে হচ্ছিল, মঞ্চে উঠলেই কিছু একটা খারাপ হবে। তাই আমি প্রথমে হোটেলের রুমে গিয়ে মাথার সমস্ত চুল কেটে ফেলি। এরপর নিজের মাথায় একটি কফি মগ ভেঙে ফেলি, যা থেকে আমি কিছুটা আহত হই। এসব করেই সেদিনের শোটি আটকে ছিল।"
হানি সিংয়ের এই বক্তব্যকে সমর্থন করেছেন তার বোনও। তিনি বলেন, "এই ঘটনার পর হানি রক্ত নিয়ে ফোন করে। আমরা খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু এর মধ্যে শাহরুখ খানের কোনো দোষ ছিল না।"
এভাবে, হানি সিং তার জীবনের সেই বিতর্কিত ঘটনার আসল সত্য তুলে ধরলেন এবং সব ধরনের গুজব ও ভুল তথ্যকে নাকচ করলেন।
What's Your Reaction?