ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম খসড়া তালিকা প্রকাশ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। শনিবার সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Dec 21, 2024 - 10:13
 0  0
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম খসড়া তালিকা প্রকাশ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। শনিবার সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যারা প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন, তাদের নামের তালিকা চূড়ান্ত করার জন্য স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, ৬৪টি জেলায় গঠিত জেলা কমিটি এবং গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করছে। এর অংশ হিসেবে শহীদ ও আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।"

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "প্রথম ধাপের খসড়া তালিকা আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।"

এতে উল্লেখ করা হয়, "প্রকাশিত খসড়া তালিকায় শহীদ ও আহত ব্যক্তিদের নাম, ঠিকানা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই, সংশোধন বা চূড়ান্ত করার জন্য শহীদ ও আহতদের পরিবারের সদস্য, ওয়ারিশ বা প্রতিনিধি মহলকে মতামত প্রদান করার অনুরোধ করা যাচ্ছে। এছাড়া, প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত বা পরামর্শ থাকলে অথবা কোনো যুক্তিসংগত তথ্য সংযোজন বা বিয়োজনের প্রয়োজন হলে, তা ২৩ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ইমেইল (muspecialcell36@gmail.com) এ পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow