পথচারীদের জন্য ফুটপাত, পদচারী সেতু এবং জেব্রাক্রসিং ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বাস স্টপেজ ছাড়া বাসে ওঠা বা নামা যাবে না, এবং হাঁটার সময় মুঠোফোনের স্ক্রিনে তাকিয়ে হাঁটা নিষেধ
পথচারীদের জন্য ফুটপাত, পদচারী সেতু এবং জেব্রাক্রসিং ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বাস স্টপেজ ছাড়া বাসে ওঠা বা নামা যাবে না, এবং হাঁটার সময় মুঠোফোনের স্ক্রিনে তাকিয়ে হাঁটা নিষেধ।
শনিবার এসব বিষয় নিয়ে পথচারীদের সচেতন ও উদ্বুদ্ধ করতে রাজধানীর উত্তরায় প্রচারণা চালিয়েছে ট্রান্সপোর্ট প্রফেশনালস ফোরাম বাংলাদেশ। প্রায় ৭০০ জন ট্রান্সপোর্ট পেশাজীবী (সিভিল ইঞ্জিনিয়ার, আরবান প্ল্যানার, আর্কিটেক্ট, রোড সেফটি ইনস্ট্রাক্টর প্রমুখ) সমন্বয়ে এই ফোরামটি দুই মাস আগে যাত্রা শুরু করেছে। ফোরামে প্রবাসী বাংলাদেশি গবেষকরাও অনলাইনে যুক্ত রয়েছেন।
শনিবার উত্তরার আজমপুর থেকে দিয়াবাড়ি পর্যন্ত বিভিন্ন সড়কে এই সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উদ্যোগ শুধু পথচারী নয়, রিকশা, অটোরিকশা ও বাইকচালকদের পক্ষ থেকেও স্বীকৃতি পেয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর, মেট্রোরেলের সরকারি প্রকৌশলীসহ বেসরকারি প্রকৌশলী ও পরিবহন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা এই কার্যক্রমে উপস্থিত ছিলেন