পলকের হাতে আলাদিনের চেরাগ!

কথায় বলে, ‘পাপ বাপকেও ছাড়ে না’। চুরি করলে জেলে ঢুকতেই হবে। সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ক্ষেত্রে এটি সঠিক প্রমাণিত হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে ধরা পড়ার পর বারবার জনসম্মুখে ক্ষমা চাইছেন তিনি। এবং তার অপকর্মের সবকিছুই জানতেন শেখ হাসিনার পুত্র ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

Dec 1, 2024 - 06:06
 0  13
পলকের হাতে আলাদিনের চেরাগ!

কথায় বলে, ‘পাপ বাপকেও ছাড়ে না’। চুরি করলে জেলে ঢুকতেই হবে। সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ক্ষেত্রে এটি সঠিক প্রমাণিত হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে ধরা পড়ার পর বারবার জনসম্মুখে ক্ষমা চাইছেন তিনি। এবং তার অপকর্মের সবকিছুই জানতেন শেখ হাসিনার পুত্র ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তথ্য ও প্রযুক্তি খাতের ২২টি প্রকল্পের মধ্যে ২৫ হাজার কোটি টাকার প্রায় অর্ধেকই লুটপাট হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। এ ঘটনায় অবাক হয়েছে তদন্তকারীরা, যাদের মতে এসব লুটপাটের নেতৃত্বে ছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক। তদন্ত কমিটি জানায়, প্রতিটি প্রকল্পেই দুর্নীতির চিত্র পাওয়া গেছে, কোথাও কেনাকাটা হয়েছে আকাশচুম্বী দামে, কোথাও অতিরিক্ত খরচ হয়েছে। এখন তদন্ত কমিটি সেসব অর্থের হিসাব বের করার চেষ্টা করছে।

শিগগিরই জমা হবে চূড়ান্ত রিপোর্ট। তদন্ত সংশ্লিষ্টদের মতে, প্রকল্পগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল পলকের। তার অনুমতি ছাড়া কোন প্রকল্পের টাকা ছাড় হতো না। প্রকল্প পরিচালকদের নিয়মিতভাবে তার দপ্তরে হাজিরা দিতে হতো, যেখানে রুদ্ধদ্বার বৈঠকের কোন তথ্যই প্রকাশের সুযোগ ছিল না। তবে ৫ আগস্ট পটপরিবর্তনের পর, এখন বের হয়ে আসছে সব অন্ধকার দিক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow