সাবেক সেনা সদস্য পরিচয়ে ভুয়া এজেন্সি, বিদেশে পাঠানোর নামে প্রতারণা

রাজবাড়ীর গোয়ালন্দে ভুয়া রিক্রুটিং এজেন্সি চালিয়ে বিদেশে পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রিয়াদ খান (৪৮) নামে এক প্রতারককে আটক করেছে যৌথবাহিনী।

Nov 13, 2024 - 08:56
 0  5
সাবেক সেনা সদস্য পরিচয়ে ভুয়া এজেন্সি, বিদেশে পাঠানোর নামে প্রতারণা

রাজবাড়ীর গোয়ালন্দে ভুয়া রিক্রুটিং এজেন্সি চালিয়ে বিদেশে পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রিয়াদ খান (৪৮) নামে এক প্রতারককে আটক করেছে যৌথবাহিনী।

আটকের স্থান ও সময়
মঙ্গলবার বিকেলে গোয়ালন্দ উপজেলার পানি উন্নয়ন বোর্ড অফিস সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে একটি ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি সেখানে ভুয়া অফিস খুলে প্রতারণা চালাচ্ছিলেন।

প্রতারকের পরিচয়
রিয়াদ খান মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের মনিমন্ডল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম গোলাম নবী হোসেন খান।

কীভাবে চালাতেন প্রতারণা
জানা যায়, রিয়াদ খান “এরাবিয়ান ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যান্ড জব প্রসেসিং” নামে একটি ভুয়া রিক্রুটিং এজেন্সি গড়ে তুলেছিলেন। অফিসের বাইরে বড় সাইনবোর্ডে লেখা ছিল, “বিদেশগামী যাত্রীদের ভিসার ওপর লোন প্রসেসিং করাসহ বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করা হয়। প্রতিষ্ঠানটি অবসরপ্রাপ্ত সেনা সদস্য দ্বারা পরিচালিত।”

তিনি নিজেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বলে পরিচয় দিতেন, যাতে মানুষ সহজে বিশ্বাস করে। কিন্তু এ প্রতিষ্ঠানের কোনো বৈধ কাগজপত্র নেই এবং কোনো সেনা কর্মকর্তাও এর সঙ্গে জড়িত নয় বলে তিনি স্বীকার করেছেন।

ভুক্তভোগীদের বক্তব্য
সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুরি গ্রামের শকিল শেখ বলেন, সৌদি আরব যাওয়ার জন্য এই অফিসে যোগাযোগ করেন। রিয়াদ খান নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য পরিচয় দিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ৩ লাখ টাকা ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং মেডিকেলের জন্য ১৩ হাজার ২০০ টাকা নেন। শকিল শেখ বলেন, “এখন বুঝতে পারছি, তিনি একজন প্রতারক। আমার সৌদি যাওয়ার স্বপ্ন ভেঙে গেছে। আমি তার শাস্তি চাই।”

আরেক ভুক্তভোগী জানান, দুবাই যাওয়ার জন্য রিয়াদ খান তার কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছেন।

পুলিশের বক্তব্য
গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াদ খান তার প্রতারণার কথা স্বীকার করেছেন। তার কোনো বৈধতা নেই এবং তিনি প্রায় দেড় শতাধিক বিদেশগামীর কাছ থেকে অন্তত ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow