গান-বাজনা বন্ধ করতে বলায় ইমামকে মারধরের অভিযোগে মামলা দায়ের

গাইবান্ধা সদর উপজেলায় নেশা করা ও গান-বাজনা বাজাতে নিষেধ করায় মসজিদের এক ইমামকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইমাম সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

Nov 25, 2024 - 10:09
 0  7
গান-বাজনা বন্ধ করতে বলায় ইমামকে মারধরের অভিযোগে মামলা দায়ের

গাইবান্ধা সদর উপজেলায় নেশা করা ও গান-বাজনা বাজাতে নিষেধ করায় মসজিদের এক ইমামকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইমাম সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

রোববার বিকেলে অভিযুক্ত মওলা মিয়া ইমাম মো. শাহজালালকে পথে আটকিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং কিলঘুষি মারেন। এ সময় তার মোবাইল কেড়ে নিয়ে ছুড়ে ফেলা হয়।

ঘটনার প্রতিবাদে রোববার রাতে বানিয়ারজান বাজার এলাকায় বিক্ষোভ করেছেন মুসল্লি ও এলাকাবাসী। তারা অভিযুক্ত মওলা মিয়াকে গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি জানান।

অভিযুক্ত মওলা মিয়া বানিয়ারজান গ্রামের জলিল মিয়ার ছেলে এবং পেশায় ডেকোরেটর ব্যবসায়ী। ভুক্তভোগী ইমাম মো. শাহজালাল বারিয়ারজান বায়তুল হুদা জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মওলা মিয়া মাজারের নামে দিনরাত মাদক সেবনের আড্ডা ও গান-বাজনার আয়োজন করে আসছেন। অনেকবার নিষেধ করার পরও তিনি এ কার্যক্রম বন্ধ করেননি।

সদর থানার ওসি মো. শাহিনুর ইসলাম তালুকদার জানান, লিখিত অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow