সালমানের সঙ্গেই কি ঘর বাঁধছেন ইউলিয়া?

বলিউড ভাইজান সালমান খান ও রোমানীয় গায়িকা ইউলিয়া ভন্তুরকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। সালমানের বাবা, বিখ্যাত কাহিনি ও চিত্রনাট্যকার সেলিম খানের জন্মদিনে ইউলিয়ার শেয়ার করা অন্তরঙ্গ ছবি ও শুভেচ্ছাবার্তা বলিপাড়ায় নতুন জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

Nov 25, 2024 - 10:13
 0  6
সালমানের সঙ্গেই কি ঘর বাঁধছেন ইউলিয়া?

বলিউড ভাইজান সালমান খান ও রোমানীয় গায়িকা ইউলিয়া ভন্তুরকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। সালমানের বাবা, বিখ্যাত কাহিনি ও চিত্রনাট্যকার সেলিম খানের জন্মদিনে ইউলিয়ার শেয়ার করা অন্তরঙ্গ ছবি ও শুভেচ্ছাবার্তা বলিপাড়ায় নতুন জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

সেলিম খান সম্প্রতি ৮৯ বছরে পা দিয়েছেন। তার জন্মদিনে সালমান ও পরিবারের অন্যান্য সদস্যরা তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বলিউড তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ইউলিয়ার পোস্ট। ছবিতে দেখা যায়, সেলিম খানের কাঁধে মাথা রেখে স্নেহমাখা ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন ইউলিয়া। সেলিম খানও তাকে কন্যাস্নেহে আগলে রেখেছেন। এই ছবি ও পোস্ট দ্রুত ভাইরাল হয়।

ইউলিয়া লিখেছেন, "আমার প্রিয় মানুষের মধ্যে অন্যতম সেলিম খানের জন্মদিন। তিনি আমাকে ভারতকে নিজের ঘরবাড়ি ভাবতে শিখিয়েছেন। ওর প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ।" তিনি আরও যোগ করেন, "পরিবারকে একত্রে ধরে রাখার উদাহরণ যদি কেউ সৃষ্টি করতে পারে, সেটি সেলিম খান। ঈশ্বরের কাছে তার সুস্থ জীবন এবং সৃষ্টিশীলতায় আরও সাফল্যের প্রার্থনা করছি।"

বলিউডে সালমানের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা চর্চা থাকলেও তার পরিবারের সঙ্গে ইউলিয়ার এমন ঘনিষ্ঠতা নতুন মাত্রা দিয়েছে। সেলিম খানের প্রতি ইউলিয়ার এমন আবেগপূর্ণ বার্তা এবং সালমানের মা সালমা খানের সঙ্গে ইউলিয়ার নিয়মিত উপস্থিতি দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি এবার বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসতে চলেছে?

সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন ইউলিয়া। সেখানে সালমান প্রসঙ্গে তিনি বলেন, "আমি কি তাকে ভুলতে পারি? তিনি সবসময় আমার মনে রয়েছেন।" এই মন্তব্য আরও জল্পনার আগুনে ঘি ঢেলেছে।

বলিপাড়ায় গুঞ্জন, সালমান ও ইউলিয়ার সম্পর্ক এবার পরিণতির দিকে এগোচ্ছে। যদিও সালমান বা ইউলিয়া, কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow