রাহাত ফতেহ আলির কনসার্টে পারিশ্রমিক ছাড়াই উপস্থাপনা করবেন দীপ্তি

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলি খান আজ ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্টে গান পরিবেশন করবেন। এই কনসার্টে তিনি কোনো পারিশ্রমিক নেবেন না।

Dec 21, 2024 - 09:11
 0  1
রাহাত ফতেহ আলির কনসার্টে পারিশ্রমিক ছাড়াই উপস্থাপনা করবেন দীপ্তি

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলি খান আজ ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্টে গান পরিবেশন করবেন। এই কনসার্টে তিনি কোনো পারিশ্রমিক নেবেন না। আয়োজিত এই কনসার্ট থেকে সংগৃহীত সকল অর্থ শহিদ ও আহতদের সহায়তায় কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে। বর্তমানে কনসার্টের টিকিট বিক্রি অনলাইনে চলমান রয়েছে।

এই কনসার্টটি উপস্থাপনা করবেন দীপ্তি চৌধুরী। তিনি জানান, “এটি শুধু একটি কনসার্ট নয়, বরং একটি মহৎ উদ্যোগ। এখানে আয়োজিত সকল অর্থ জুলাই বিপ্লবের শহিদদের সহায়তায় যাবে। আমি কোনো পারিশ্রমিক নিচ্ছি না, এবং কাজটির অংশীদার হয়ে খুবই সম্মানিত বোধ করছি।”

কনসার্টের আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ কর্তৃপক্ষ জানিয়েছে, কনসার্ট থেকে বিক্রি হওয়া টিকিটের পুরো আয় শহিদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। আজ, শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসছে এই বিশেষ গানের আসর।

এ কনসার্টে গান পরিবেশন করবেন রাহাত ফতেহ আলি খান, দেশের জনপ্রিয় ব্যান্ড গ্রুপ আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলা, পাশাপাশি র্যাপ শিল্পী শেজান ও হান্নানও তাদের পরিবেশন করবেন।

এদিকে, আগেই জানানো হয়েছিল, কনসার্টের আয়োজক সংস্থা কোনো অর্থ নেবে না এবং রাহাত ফতেহ আলি খান ও তার দলও পারিশ্রমিক গ্রহণ করবেন না। এছাড়া, কনসার্টের আয়োজনের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সমস্ত ভ্যাট ও সম্পূরক শুল্ক মওকুফ করেছে। ১৯ ডিসেম্বর এই বিষয়ে বিশেষ আদেশ জারি করেছে এনবিআর, যা প্রথম সচিব (মূসক বাস্তবায়ন) মোহাম্মদ আরিফুল ইসলাম স্বাক্ষর করেন।

এতে বলা হয়েছে, ২১ ডিসেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিটস অব জুলাই’ ও ‘স্কাইট্র্যাকার লিমিটেড’ কর্তৃক আয়োজিত ‘ইকোস অব রেভ্যুলেশন’ কনসার্টের জন্য কোনো মূসক বা ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রযোজ্য হবে না।

এছাড়া, আর্মি স্টেডিয়ামের ভাড়া মওকুফ ঘোষণা করেছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড। এর ফলে কনসার্ট থেকে আয়কৃত টাকা পুরোপুরি ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা যাবে, এবং ভেন্যুর ভাড়া মওকুফ হওয়ার কারণে আরও বেশি অর্থ দান করা সম্ভব হবে বলে স্টেডিয়াম কর্তৃপক্ষ আশা করছে। এই উদারতা ভবিষ্যতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

কনসার্টের আয়োজনের কারণে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিমানবন্দর সড়কে যান চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে। ২১ ডিসেম্বর দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। যানজট এড়াতে টোল ছাড়াই বিমানবন্দর, কুড়িল ও বনানী র্যাম্প ব্যবহার করে এক্সপ্রেসওয়ে চলাচলের সুযোগ থাকবে। এই বিষয়ে ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow