ছাত্রদের প্রতি কঠোর হতে চায় না সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এজন্য শিক্ষকদের ভূমিকা রয়েছে। রাস্তায় নেমে আন্দোলনের প্রয়োজন নেই। আমরা চাই না আগের সরকারের মতো শিক্ষার্থীদের কঠোরভাবে দমন করতে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে কাজ করছি। যারা আন্দোলন করছে, তারা আমাদেরই ভাই। আমরা কাদের ওপর কঠোর হব?

Nov 26, 2024 - 09:19
 0  2
ছাত্রদের প্রতি কঠোর হতে চায় না সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এজন্য শিক্ষকদের ভূমিকা রয়েছে। রাস্তায় নেমে আন্দোলনের প্রয়োজন নেই। আমরা চাই না আগের সরকারের মতো শিক্ষার্থীদের কঠোরভাবে দমন করতে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে কাজ করছি। যারা আন্দোলন করছে, তারা আমাদেরই ভাই। আমরা কাদের ওপর কঠোর হব?

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফসলরক্ষা বাঁধ ও হাওর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম আরও বলেন, শিক্ষার্থীরা রাস্তায় নেমে না এসে তাদের দাবিগুলো নিয়ে আলোচনা করতে পারে। তারা সোহরাওয়ার্দী উদ্যানে এসে নিজেদের ক্ষোভ প্রকাশ করতে পারে অথবা তাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারে। এক কলেজের সঙ্গে আরেক কলেজের সমস্যা থাকলে, শিক্ষার্থীরা চাইলে তাদের প্রতিনিধি ও শিক্ষকরা বসে আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করতে পারেন। আমরা তাদের অনুরোধ করব রাস্তায় না নেমে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে এগিয়ে আসতে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা কঠোর হতে চাই না। যদি কঠোর হই, তাহলে মানুষ বলবে আমরা আগের সরকারের মতো হয়ে গেছি। আমরা আগের সরকারের মতো লিথাল উইপন ব্যবহার করতে চাই না। আলোচনার মাধ্যমেই সমাধান করতে চাই।

এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেনসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow