পাওনা টাকার জন্য ভাতিজাকে খুন
চট্টগ্রামের পটিয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন হয়েছে। শনিবার রাতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়ায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের পটিয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন হয়েছে। শনিবার রাতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো.রাসেদ প্রকাশ রাসেল (২৩)। হত্যাকাণ্ডের পর থেকে রাসেলের চাচা জালাল উদ্দিন (৪০) পলাতক রয়েছেন।
জানা যায়, শনিবার রাত ১০টার দিকে পটিয়া উপজেলার হাঈদগাও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া গ্রামে ভাতিজা রাসেল ঘরে এলে চাচা জালাল উদ্দিনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচা জালাল ক্ষিপ্ত হয়ে রাসেলের গলায় চুরি দিয়ে দুই পাশ থেকে আঘাত করে। এরপর তিনি পালিয়ে যান। পরে আহত রাসেলকে মুমূর্ষু অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের আরেক চাচা নাসির জানান, তার ভাতিজার লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
পটিয়া থানার ওসি আবু জয়েদ মুহাম্মদ নাজমুন নুর বলেন, ওই ঘটনায় ঘাতককে আটকের জন্য অভিযান চলছে।
What's Your Reaction?