আ.লীগ নেতার দখল করা ভবন কার্যালয় করতে ‘ভাড়া’ নিচ্ছে বিএনপি

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক আওয়ামী লীগ এমপি প্রকৌশলী এনামুল হকের প্রতিষ্ঠান এনা প্রোপার্টিজ জেলা পরিষদের জায়গা দখল করে নির্মিত ভবনে এখন জেলা ও মহানগর বিএনপি কার্যালয় স্থাপন করছে। ভবনটির দোতলায় ইতোমধ্যেই জেলা ও মহানগর বিএনপির নাম সংবলিত সাইনবোর্ড টাঙানো হয়েছে। ভবনটি ব্যবহার উপযোগী করতে পুরোদমে সংস্কার কাজ চলছে।

Nov 19, 2024 - 08:59
 0  0
আ.লীগ নেতার দখল করা ভবন কার্যালয় করতে ‘ভাড়া’ নিচ্ছে বিএনপি

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক আওয়ামী লীগ এমপি প্রকৌশলী এনামুল হকের প্রতিষ্ঠান এনা প্রোপার্টিজ জেলা পরিষদের জায়গা দখল করে নির্মিত ভবনে এখন জেলা ও মহানগর বিএনপি কার্যালয় স্থাপন করছে। ভবনটির দোতলায় ইতোমধ্যেই জেলা ও মহানগর বিএনপির নাম সংবলিত সাইনবোর্ড টাঙানো হয়েছে। ভবনটি ব্যবহার উপযোগী করতে পুরোদমে সংস্কার কাজ চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে এনা প্রোপার্টিজ একটি বহুতল ভবন নির্মাণ করে, যার নাম দেওয়া হয় ‘সিটি সেন্টার’। তবে সিটি সেন্টারের পেছনে জেলা পরিষদের জায়গা দখল করে এনা প্রোপার্টিজ কর্মচারীদের থাকার জন্য এবং বৈদ্যুতিক সরঞ্জাম রাখার উদ্দেশ্যে একটি দোতলা ভবন নির্মাণ করে। এখন ওই ভবনের দোতলায় বিএনপির কার্যালয় স্থাপন করা হচ্ছে।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে ভবনের সামনে বিএনপির সাইনবোর্ড টাঙানো হয়। সোমবার সকালে দেখা যায়, ভবনের দোতলায় সংস্কার কাজ চলছে এবং আশপাশে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছেন।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরিফ উদ্দীন বলেন, “সিটি সেন্টার নির্মাণের সময় পেছনের দোতলা ভবনটি তৈরি করা হলেও জায়গাটি জেলা পরিষদের। সিটি করপোরেশনের এই ভবনের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই।”

এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ জানান, “ভবনটি এনা প্রোপার্টিজ দখল করে নির্মাণ করেছে কি না, আমরা জানি না। আমরা শুধু তাদের কাছ থেকে ভাড়া নিচ্ছি। ১ ডিসেম্বর এ বিষয়ে চুক্তি হবে।” তিনি আরও বলেন, “এনা প্রোপার্টিজ ভবনের সাজসজ্জার কাজ করছে। ভবিষ্যতে প্রয়োজনে আমরা অন্য কোথাও কার্যালয় সরিয়ে নেব।”

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান জানান, ভবনটি তার যোগদানের আগেই নির্মাণ করা হয়েছে। এটি সম্পূর্ণ বা আংশিক জেলা পরিষদের জায়গা কিনা তা নির্ধারণে সার্ভেয়ার পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে তিনি নিজেও পরিদর্শন করবেন এবং এরপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

প্রসঙ্গত, এনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক এমপি এনামুল হক বর্তমানে কারাবন্দি থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এনা প্রোপার্টিজের আঞ্চলিক পরিচালক সারওয়ার জাহানের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow