গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ, চরম যানজটের সৃষ্টি

গাজীপুরের নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে জেলার চক্রবর্তী ও জিরানী এলাকায় শ্রমিকরা সড়কে নেমে আসে। এতে মহাসড়কে যান চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়।

Nov 21, 2024 - 06:16
 0  1
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ, চরম যানজটের সৃষ্টি

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, বিক্ষোভে সড়ক অবরোধ

গাজীপুরের নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে জেলার চক্রবর্তী ও জিরানী এলাকায় শ্রমিকরা সড়কে নেমে আসে। এতে মহাসড়কে যান চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়।

শ্রমিকরা জানায়, ভোরে চক্রবর্তী এলাকায় নরবান ফ্যাশনের দুই নারী শ্রমিক রাস্তা পার হওয়ার সময় একটি দূরপাল্লার বাস তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্যজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

এদিকে, বুধবার (২০ নভেম্বর) জিরানী এলাকায় ওকো টেক্স কারখানার এক শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর আজও কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। বর্তমানে নবীনগর-চন্দ্রা সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী কাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow