জাতীয় প্রেসক্লাবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

জাতীয় প্রেসক্লাব ৭০ বছরে পদার্পণ করেছে আজ ২০ অক্টোবর। তবে দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবার প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সীমিত পরিসরে করা হবে।

Oct 20, 2024 - 09:37
 0  15
জাতীয় প্রেসক্লাবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

জাতীয় প্রেসক্লাব ৭০ বছরে পদার্পণ করেছে আজ ২০ অক্টোবর। তবে দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবার প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সীমিত পরিসরে করা হবে।

জাতীয় প্রেসক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া এক বিজ্ঞপ্তিতে জানান, প্রতিবছর জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। তবে গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান–পরবর্তী পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক সংকটের কারণে এবার সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবার প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে থাকছে স্মরণিকা প্রকাশ, আলোকচিত্র প্রদর্শনী, কেক কাটা, নৈশভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র।

১৯৫৪ সালে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাব গঠিত হয়। তখন এর নাম ছিল পূর্ব পাকিস্তান প্রেসক্লাব। মহান মুক্তিযুদ্ধের সময় প্রেসক্লাব ভবনও ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ রাষ্ট্র গঠনের পর এর নাম হয় জাতীয় প্রেসক্লাব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow