নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরলেন জোসেফ, চোটে ছিটকে গেলেন রাসেল
শৃঙ্খলা ভঙ্গ ও অধিনায়কের সঙ্গে ম্যাচ চলাকালীন দুর্ব্যবহার করায় দুই ম্যাচ নিষিদ্ধ থাকা আলজারি জোসেফ আবারো ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজ দলে। তবে গোড়ালির চোটে চলমান সিরিজের শেষ তিন টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন পেস অলরাউন্ডার শামার স্পিঙ্গার।
শৃঙ্খলা ভঙ্গ ও অধিনায়কের সঙ্গে ম্যাচ চলাকালীন দুর্ব্যবহার করায় দুই ম্যাচ নিষিদ্ধ থাকা আলজারি জোসেফ আবারো ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজ দলে। তবে গোড়ালির চোটে চলমান সিরিজের শেষ তিন টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন পেস অলরাউন্ডার শামার স্পিঙ্গার।
দীর্ঘদিন পর দলে ফিরলেও মাত্র এক ম্যাচ খেলেই চোটে পড়েন রাসেল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৭ বলে ৩০ রান করার পর তিনি গোড়ালিতে চোট পান, যার ফলে দ্বিতীয় ম্যাচে তার নাম ছিল না একাদশে।
ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে। সিরিজ জয়ের জন্য তাদের সেন্ট লুসিয়ায় বাকি তিনটি ম্যাচ জিততেই হবে। এসব ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫, ১৭ এবং ১৮ নভেম্বর।
এদিকে, আলজারি জোসেফের শৃঙ্খলাভঙ্গের ঘটনার পর আইসিসি তাকে ২ ম্যাচ নিষিদ্ধ করেছিল। ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে চলাকালীন অধিনায়কের সাথে তর্কে জড়িয়ে মাঠ থেকে বেরিয়ে যান জোসেফ। পরে তিনি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে একটি বিবৃতি প্রকাশ করেন।
ইংল্যান্ডের বিপক্ষে শেষ তিন টি-টোয়েন্টি ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলের স্কোয়াড: রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, টেরেন্স হাইন্ডস, শেই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শামার স্পিঙ্গার।
What's Your Reaction?