পর্তুগালকে রুখে দিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া, শেষ মুহূর্তে স্পেনের জয়
উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দলগুলো মোটামুটি নিশ্চিত ছিল। তবে ‘এ’ লিগের গ্রুপ-১ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ আটে উঠতে ক্রোয়েশিয়ার দরকার ছিল মাত্র এক পয়েন্ট। তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী পর্তুগাল, যারা আগেই কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছিল। কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হলেও প্রয়োজনীয় এক পয়েন্ট তুলে নিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ক্রোয়েটরা।
উয়েফা নেশন্স লিগ: ক্রোয়েশিয়া কোয়ার্টার-ফাইনালে, স্পেনের নাটকীয় জয়
উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দলগুলো মোটামুটি নিশ্চিত ছিল। তবে ‘এ’ লিগের গ্রুপ-১ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ আটে উঠতে ক্রোয়েশিয়ার দরকার ছিল মাত্র এক পয়েন্ট। তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী পর্তুগাল, যারা আগেই কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছিল। কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হলেও প্রয়োজনীয় এক পয়েন্ট তুলে নিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ক্রোয়েটরা।
অন্যদিকে, রাতের আরেক ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে স্পেন। শেষ মুহূর্তের পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করে স্প্যানিশরা।
ক্রোয়েশিয়া বনাম পর্তুগাল: সমতা ধরে রাখার লড়াই
সোমবার (১৮ নভেম্বর) ক্রোয়েশিয়া ঘরের মাঠে নামলেও প্রথমার্ধে পিছিয়ে পড়ে। ম্যাচের ৩৩তম মিনিটে ফেলিক্সের নৈপুণ্যে এগিয়ে যায় পর্তুগাল। ভিতিনিয়ার দারুণ থ্রু বল থেকে চেলসি তারকা ফেলিক্স কোনাকুনি শটে গোল করেন।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৬৫তম মিনিটে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার জোশকো গার্দিওল দুরূহ কোণ থেকে গোল করে সমতা ফেরান। শেষদিকে জয় পেতে পারত পর্তুগাল, তবে নুনো মেন্দেসের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক।
ফলাফল: ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
- পয়েন্ট তালিকা:
- পর্তুগাল: ৬ ম্যাচে ১৪ পয়েন্ট (গ্রুপ চ্যাম্পিয়ন)।
- ক্রোয়েশিয়া: ৬ ম্যাচে ৮ পয়েন্ট (গ্রুপ রানার্সআপ)।
স্পেন বনাম সুইজারল্যান্ড: রোমাঞ্চকর ম্যাচ
টেনেরিফেতে মুখোমুখি হয়েছিল স্পেন ও সুইজারল্যান্ড। ম্যাচটি ছিল গোলের লড়াইয়ে ভরপুর। দুইবার পিছিয়ে পড়েও সমতা ফেরায় সুইসরা। তবে শেষ মুহূর্তে জয়সূচক গোল এনে দেয় স্পেন।
- ৩২তম মিনিটে স্পেন এগিয়ে যায়:
- পিনো পেদ্রির পেনাল্টি থেকে সেভ হওয়া বল রিবাউন্ডে জালে পাঠান।
- ৬৩তম মিনিটে সমতা:
- জোয়েল মন্টিরোর গোলে সুইসরা ম্যাচে ফেরে।
- ৬৮তম মিনিটে স্পেনের লিড:
- ব্রায়ান গিল দ্বিতীয়বার স্পেনকে এগিয়ে দেন।
- ৮৫তম মিনিটে সমতা ফেরায় সুইসরা:
- পেনাল্টি থেকে জেকিরি গোল করেন।
তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বদলি নামা জারাগোসা স্পট-কিক থেকে স্পেনকে জয় এনে দেন। তিনিই পেনাল্টি আদায় করেছিলেন।
ফলাফল: স্পেন ৩-২ গোলে জয়ী।
স্পেন আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা নিশ্চিত করেছিল।
উয়েফা নেশন্স লিগের নকআউট পর্বে উত্তেজনা বাড়ছে। ক্রোয়েশিয়া এবং স্পেনের এই পারফরম্যান্স তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে।
What's Your Reaction?