পূর্বাচলে উদ্ধার সাত টুকরার মরদেহটি এক ব্যবসায়ীর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকার একটি লেকে পাওয়া সাত টুকরো মরদেহটি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম (৫৯) এর বলে নিশ্চিত করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদ ডায়িং ফ্যাক্টরিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন। গত ১০ নভেম্বর তিনি বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন।

Nov 14, 2024 - 08:33
 0  2
পূর্বাচলে উদ্ধার সাত টুকরার মরদেহটি এক ব্যবসায়ীর
নারায়ণগঞ্জের পূর্বাচল এলাকার লেকে পাওয়া সাত টুকরার মরদেহটি জসিম উদ্দিন মাসুম নামের এক ব্যবসায়ীর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকার একটি লেকে পাওয়া সাত টুকরো মরদেহটি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম (৫৯) এর বলে নিশ্চিত করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদ ডায়িং ফ্যাক্টরিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন। গত ১০ নভেম্বর তিনি বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন।

নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মো. মেহেদী ইসলাম জানান, নিহতের পরিবার লাশ শনাক্ত করেছে। এ ঘটনায় এক নারীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

জসিম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম বলেন, গত রোববার বিকেলে প্রাইভেট কার নিয়ে বাসা থেকে বের হন তার বাবা। গুলশানে নিজের গাড়ি ছেড়ে অন্য একটি গাড়িতে করে নারায়ণগঞ্জ যাবেন বলে চালককে জানান। ওই রাত সাড়ে ১১টার দিকে তিনি স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন, কিন্তু এরপর আর বাসায় ফেরেননি। পরদিন সকালে তার দুটি ফোন নম্বরে কল দিলে বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

গতকাল বুধবার পুলিশের মাধ্যমে খবর পেয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে এসে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। তবে ছেলের দাবি, তার বাবার সঙ্গে কারও কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক শত্রুতা ছিল কি না, তা তিনি জানেন না।

এর আগে গতকাল সকালে পূর্বাচল ৫ নম্বর সেক্টরের একটি লেকে স্থানীয় এক রিকশাচালক দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে পলিথিনে মোড়ানো লাশের টুকরো দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি কালো পলিথিন থেকে সাত টুকরো মরদেহ উদ্ধার করে। মরদেহের অংশগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow