ভক্তদের জন্য বড় দুঃসংবাদ দিলেন দিলজিৎ

বেশ কিছুদিন ধরেই নানা কারণে আলোচনায় রয়েছেন দিলজিৎ দোসাঞ্জ। কখনো মঞ্চে অ্যালকোহল নিয়ে মন্তব্য, কখনো আবার টিকিট বিক্রি নিয়ে উঠছে প্রশ্ন। তবে এবার ভক্তদের জন্য এসেছে বড় দুঃসংবাদ।

Dec 17, 2024 - 06:29
 0  0
ভক্তদের জন্য বড় দুঃসংবাদ দিলেন দিলজিৎ

বেশ কিছুদিন ধরেই নানা কারণে আলোচনায় রয়েছেন দিলজিৎ দোসাঞ্জ। কখনো মঞ্চে অ্যালকোহল নিয়ে মন্তব্য, কখনো আবার টিকিট বিক্রি নিয়ে উঠছে প্রশ্ন। তবে এবার ভক্তদের জন্য এসেছে বড় দুঃসংবাদ। বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় সফর করছেন দিলজিৎ দোসাঞ্জ। তার লাইভ কনসার্টের টিকিট পাওয়ার জন্য ভক্তদের মধ্যে উত্তেজনা দেখা গেছে। কিন্তু জানেন কি, এটি ভারতে দিলজিতের শেষ কনসার্ট? সম্প্রতি নিজেই তার লাইভ শোতে এই ঘোষণা দিয়েছেন দিলজিৎ।

সম্প্রতি, একটি লাইভ শো চলাকালীন লক্ষাধিক ভক্তের সামনে দিলজিৎ এক চমকপ্রদ বক্তব্য দেন। গায়ক মঞ্চে ঘোষণা করেন যে তিনি আর ভারতে লাইভ শো করবেন না। কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, সেকথাও মঞ্চে তুলে ধরেন। দিলজিৎ তার শর্তও জানিয়ে দেন, তার শর্ত পূর্ণ না হলে ভারতীয়রা আর কখনো তার শো উপভোগ করতে পারবেন না।

ভিডিওতে দিলজিতকে বলতে শোনা যায়, “প্রথমত, আমি প্রশাসনকে বলব, আমাদের এখানে লাইভ শো আয়োজনের জন্য উপযুক্ত পরিকাঠামো নেই। এটি অনেকের আয়ের মাধ্যম। বহু মানুষ এখানে কাজ করে। আমি পরবর্তী বার স্টেজটা সেন্টারে করতে বলব, যাতে সবাই আমার কাছাকাছি থাকতে পারে। এটা না হলে, আমি ভারতে আর শো করব না। প্রশাসনের কাছে আমার অনুরোধ, পরিকাঠামো উন্নত করুন।”

দিলজিতের এমন ঘোষণায় কিছু ভক্ত উদ্বিগ্ন হলেও, অনেকেই তার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। ১৪ ডিসেম্বর চণ্ডিগড় কনসার্টের সময় দিলজিৎ এই বিষয়টি জানিয়েছিলেন। তার কিছু ভক্ত এই সিদ্ধান্তে তাকে সাধুবাদও জানিয়েছেন, তবে অনেকে মনে করছেন, এমন শর্ত কখনোই পূর্ণ হবে না, তাই ভক্তদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow