"হাতে হাত রাখা সেই যুবককে সবার সামনে আনলেন পরীমনি"

পরীমনি বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন। পেশাগত জীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিজীবনও প্রায়শই সামনে আসে। প্রেম, বিয়ে, বিচ্ছেদ কিংবা উদযাপন—সবকিছুতেই তিনি হয়ে ওঠেন সংবাদের শিরোনাম।

Nov 19, 2024 - 10:26
 0  1
"হাতে হাত রাখা সেই যুবককে সবার সামনে আনলেন পরীমনি"

আলোচনায় থাকা পরীমনি

পরীমনি বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন। পেশাগত জীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিজীবনও প্রায়শই সামনে আসে। প্রেম, বিয়ে, বিচ্ছেদ কিংবা উদযাপন—সবকিছুতেই তিনি হয়ে ওঠেন সংবাদের শিরোনাম। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একাকী জীবনযাপন করা এই অভিনেত্রী ছয় মাস আগেও বলেছিলেন, “এখন আর প্রেম করতে মন চায় না।”

কিন্তু সেই মন্তব্যের পর মাত্র ছয় মাসের মাথায় নতুন সম্পর্কের ইঙ্গিত দিয়ে শুরু হয় রহস্য। যদিও পরে জানা যায়, এটি নিছক মজার ছলেই করা হয়েছিল।

পেশাগত সাফল্য

এদিকে পরীমনির অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ সম্প্রতি মুক্তি পেয়েছে হইচই প্ল্যাটফর্মে। সিরিজটিতে এক অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন। ভক্তরা বলছেন, ‘স্বপ্নজাল’-এর পর এবার ভিন্ন এক রূপে দেখা গেছে তাঁকে। অনম বিশ্বাসের নির্মাণে এই সিরিজে পরীমনির বিপরীতে ছিলেন মোস্তাফিজ ইমরান নূর।

পরীমনি: আলোচনা থেকে কখনও দূরে নয়

ঢালিউডের এই জনপ্রিয় তারকা ব্যক্তিজীবন আর পেশাগত জীবনের সংমিশ্রণেই বরাবরই আলোচনার শীর্ষে থাকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow