"ঢাকায় ছিনতাইকারী ও ডাকাতির প্রকোপ বাড়ছে, কোন এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে?"
রাজধানীর বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা ভাঙা থাকায় অপরাধীদের দ্রুত শনাক্তকরণে পুলিশ সমস্যায় পড়ছে। কিন্তু এই সিসি ক্যামেরাগুলো মেরামতের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না।
"রাজধানীর বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা ভাঙা থাকায় অপরাধীদের দ্রুত শনাক্তকরণে পুলিশ সমস্যায় পড়ছে। কিন্তু এই সিসি ক্যামেরাগুলো মেরামতের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না।
মঙ্গলবার মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায়, ১০ অক্টোবর রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে ছিনতাইকারীরা রবিউল ইসলাম নামে এক নিরাপত্তাকর্মীকে বুকে, পিঠে ও হাতে ছুরিকাঘাত করে হত্যা করে। ১৮ অক্টোবর দিনদুপুরে ইডেন কলেজের উপাধ্যক্ষ মমতাজ শাহানারার বাসায় ডাকাতি ঘটে। ৯-১০ জন ডাকাত উত্তরার ওই বাসায় প্রবেশ করে মমতাজ শাহানারাকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮৩ ভরি স্বর্ণালংকার ও ১৫ লাখ টাকা লুটে নিয়ে যায়।
মোহাম্মদপুর ও উত্তরার এই দুটি ঘটনা রাজধানীতে ছিনতাইকারী ও ডাকাতদের অস্থিরতা বাড়ানোর উদাহরণ। একই সঙ্গে খুনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ঢাকায় ১৯২ জন খুন হয়েছে, এর মধ্যে মোহাম্মদপুরেই ২১টি খুনের ঘটনা ঘটেছে। নগরের প্রধান সড়ক থেকে অলিগলি, এমনকি অভিজাত এলাকায়ও ছিনতাই ও ডাকাতির শিকার হচ্ছেন মানুষ। এই পরিস্থিতিতে নগরবাসী আতঙ্কে দিন কাটাচ্ছেন। মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গত শনিবার স্থানীয় বাসিন্দারা থানার সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান NTC NEWS24 বলেন, মোহাম্মদপুর বিভিন্ন কারণে রাজধানীর অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। জনবল সংকটের কারণে পুলিশ সেখানে সঠিকভাবে টহল দিতে পারছে না।"
"ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বর ও অক্টোবরে (অক্টোবরের ২৩ তারিখ পর্যন্ত) রাজধানীতে ১৯২ জন খুন হয়েছে। এর মধ্যে মোহাম্মদপুরে ২১টি খুনের ঘটনা ঘটেছে। গত বছরের সেপ্টেম্বরে রাজধানীতে ১১টি এবং অক্টোবরে ১৯টি খুনের ঘটনা রেকর্ড করা হয়েছিল।
এছাড়া, ছিনতাই ও ডাকাতির ঘটনা বৃদ্ধির সূচকও রয়েছে। যদিও এই ধরনের বেশিরভাগ ঘটনায় ভুক্তভোগীরা মামলা করতে চান না।
ডিএমপির তথ্য অনুযায়ী, গত মাসের প্রথম ২৩ দিনে রাজধানীতে ২৬টি ছিনতাইয়ের মামলা হয়েছে এবং একই সময়ে ডাকাতির মামলা হয়েছে ৪টি। সেপ্টেম্বরে ১৫টি ছিনতাই ও ৫টি ডাকাতির মামলা রেকর্ড করা হয়েছিল।
গত বছরের সেপ্টেম্বরে ছিনতাইয়ের ঘটনায় ২৯টি মামলা দায়ের হয়েছিল, কিন্তু ডাকাতির কোনো মামলা ছিল না। ওই বছরের অক্টোবরে ২৮টি ছিনতাইয়ের মামলা ও ৩টি ডাকাতির মামলা রেকর্ড করা হয়েছিল।
মোহাম্মদপুর অঞ্চলটি নানা কারণে রাজধানীর অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। জনবল সংকটের কারণে পুলিশ সেখানে সঠিকভাবে টহল দিতে পারছে না, বলেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান।"
"পুলিশ, ভুক্তভোগী ও হাসপাতাল সূত্র জানাচ্ছে, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে দেশে পুলিশি কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও, হঠাৎ করে রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যায়। ছিনতাইকারী ও ডাকাতের কবলে পড়ে মানুষ আহত হলে কিংবা থানায় মামলা দায়ের করলে তা গণমাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু অনেকেই বাড়তি ঝামেলা বা হয়রানির ভয়ে থানায় যেতে চায় না।
এর ফলে থানায় ছিনতাই ও ডাকাতির যে পরিসংখ্যান লিপিবদ্ধ হয়, তা প্রকৃত ঘটনার তুলনায় অনেক কম। কখনও কখনও ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দেখাতে থানার পুলিশ মামলা গ্রহণে গড়িমসি করে বলেও অভিযোগ রয়েছে। আবার অনেক সময় সাধারণ ডায়েরি (জিডি) করার নজিরও দেখা যায় ছিনতাইয়ের ঘটনায়।"
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বর ও অক্টোবরে (অক্টোবরের ২৩ তারিখ পর্যন্ত) রাজধানীতে ১৯২ জন খুন হয়েছেন। শুধু মোহাম্মদপুরেই ২১টি খুনের ঘটনা ঘটেছে। গত বছরের সেপ্টেম্বরে রাজধানীতে খুনের ঘটনা ছিল ১১টি, অক্টোবরে ১৯টি।
ছিনতাইকারীর হাতে নিহত
গত ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে যাত্রাবাড়ী থানার কুতুবখালীতে রাসেল শিকদার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে ছিনতাইকারীরা।
এর আগে ২৪ সেপ্টেম্বর ভোরে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন মুস্তাকিম আলিফ (২৫) নামের এক তরুণ। ১৬ সেপ্টেম্বর সকালে পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় বেড়িবাঁধে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন দিনমজুর আলমগীর ব্যাপারী।
৩ সেপ্টেম্বর কদমতলীর মেরাজনগরে ছিনতাইকারীরা ছুরিকাঘাতে খুন করে কাঁচামাল বিক্রেতা হাশেমকে। একই দিন ভোরে হাজারীবাগের সিকদার মেডিকেলের পাশে যাত্রীবেশে ছিনতাইকারীরা ব্যাটারিচালিত অটোরিকশাচালক সাদেকিনকে ছুরিকাঘাতে হত্যা করে।
What's Your Reaction?