নতুন গান ও ব্যস্ততা নিয়ে সংগীতশিল্পী সালমা

বর্তমান প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা নিয়মিত মৌলিক গান প্রকাশ করে যাচ্ছেন। স্টেজ শোয়ের ব্যস্ততার পাশাপাশি শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। কিছুদিন আগে লালন সাঁইয়ের বিখ্যাত গান ‘মিলন হবে কত দিনে’ নতুন সংগীতায়োজনে প্রকাশ করেছেন সালমা।

Nov 20, 2024 - 03:52
 0  2
নতুন গান ও ব্যস্ততা নিয়ে সংগীতশিল্পী সালমা

বর্তমান প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা নিয়মিত মৌলিক গান প্রকাশ করে যাচ্ছেন। স্টেজ শোয়ের ব্যস্ততার পাশাপাশি শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। কিছুদিন আগে লালন সাঁইয়ের বিখ্যাত গান ‘মিলন হবে কত দিনে’ নতুন সংগীতায়োজনে প্রকাশ করেছেন সালমা।

নতুন গান প্রকাশ

এবার সালমা আরও দুটি মৌলিক গান প্রকাশ করেছেন। এর মধ্যে একটি হলো ‘আপন মানুষ’, যার কথা, সুর, এবং সংগীতায়োজন করেছেন রোহান রাজ। অন্য গানটি ‘মনের নাগর’, যার কথা ও সুর করেছেন স্বাধীন বাবু। গান দুটির ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

গানের বিষয়ে সালমার অনুভূতি

নতুন গান নিয়ে সালমা বলেন, “দুটি গানের কথা ও সুর আমার কাছে দারুণ লেগেছে। ‘মনের নাগর’ একটি আলাদা ধাঁচের রোমান্টিক আধুনিক গান। আর ‘আপন মানুষ’ গানটিতে আমার সঙ্গে গেয়েছেন নতুন শিল্পী ইসফাতারা কায়সার রনি। তার সঙ্গে এর আগে একটি লালনগীতি করেছি। এটি আমাদের প্রথম মৌলিক গান। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।”

স্টেজ শো এবং স্টুডিওর ব্যস্ততা

বর্তমানে স্টেজ শোয়ের ব্যস্ততা কিছুটা কমলেও সালমার সময় কাটছে স্টুডিওতে। তিনি জানান, “অনেক দিন ধরেই স্টেজ শো কম। তবে ডিসেম্বর-জানুয়ারিতে স্টেজ শোয়ের মৌসুম শুরু হবে। দেশের বিভিন্ন প্রান্তে শ্রোতা-ভক্তদের সঙ্গে আবার দেখা হবে। স্টেজ আমার প্রাণের জায়গা।”

গানের পাশাপাশি স্টেজে ফিরে আসার অপেক্ষায় আছেন এই জনপ্রিয় সংগীতশিল্পী। শ্রোতাদের নতুন গানের পাশাপাশি স্টেজ শোতেও মাতানোর প্রতিশ্রুতি দিচ্ছেন সালমা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow