ভারতকে দেড়শতে থামিয়ে অস্ট্রেলিয়া কুপোকাত
পার্থ টেস্টে ভারতের সামনে ১৫০ রানে অলআউট করার আনন্দ তেমন দীর্ঘস্থায়ী হয়নি অস্ট্রেলিয়ার। ব্যাট করতে নেমে ভারতীয় বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই ব্যর্থ হয়ে যায় অজি ব্যাটিং লাইন-আপ। স্বাগতিকরা মাত্র ১০৪ রানে গুঁড়িয়ে যায়, ফলে ভারতীয়রা ৪৬ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে পা রাখে
পার্থ টেস্টে ভারতের সামনে ১৫০ রানে অলআউট করার আনন্দ তেমন দীর্ঘস্থায়ী হয়নি অস্ট্রেলিয়ার। ব্যাট করতে নেমে ভারতীয় বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই ব্যর্থ হয়ে যায় অজি ব্যাটিং লাইন-আপ। স্বাগতিকরা মাত্র ১০৪ রানে গুঁড়িয়ে যায়, ফলে ভারতীয়রা ৪৬ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে পা রাখে। অস্ট্রেলিয়াকে ধ্বংস করার মূল কারিগর ছিলেন জাসপ্রিত বুমরাহ, যিনি একাই ৫ অজি ব্যাটারের উইকেট তুলে নেন।
দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া হাতে মাত্র ৩ উইকেট নিয়ে ব্যাট করতে নেমেছিল, তাদের স্কোর ছিল ৬৭ রান। দলীয় শত রান পৌঁছানো নিয়েও শঙ্কা ছিল, তবে অজিরা সে শঙ্কা কাটিয়ে উঠতে সক্ষম হয়। তবে ভারতের সংগ্রহ ছাড়িয়ে লিড নিতে তারা পারেনি।
দ্বিতীয় দিনের ২১ রানে অ্যালেক্স ক্যারি আউট হলে, শেষ দিকে নাথান লিয়ন ও জস হ্যাজেলউড দলীয় শত রান পার করেন। এইদিনও অস্ট্রেলিয়ার উইকেট পতন শুরু হয় বুমরাহ থেকেই। আর অস্ট্রেলিয়ার ইনিংসের শেষটা টানেন হার্ষিত রানা, যিনি ৩ উইকেট তুলে নেন। অন্যদিকে, মোহাম্মদ সিরাজও ২ উইকেট নেন।
এর আগে, প্রথম দিনে ব্যাট করতে নেমে ভারত ১৫০ রান সংগ্রহ করে, যেখানে সর্বোচ্চ ৪১ রান আসে নিতিশ কুমার রেড্ডির ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন জস হ্যাজেলউড।
What's Your Reaction?