শ্রীলঙ্কায় হরিণীই প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে হরিণী আমারাসুরিয়াকে পুনরায় নিয়োগ দিয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তাঁকে এ পদে পুনর্নিয়োগ দেওয়া হয়।

Nov 19, 2024 - 03:53
 0  0
শ্রীলঙ্কায় হরিণীই প্রধানমন্ত্রী
হরিণী আমারাসুরিয়া

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে হরিণী আমারাসুরিয়ার পুনর্নিয়োগ

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে হরিণী আমারাসুরিয়াকে পুনরায় নিয়োগ দিয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তাঁকে এ পদে পুনর্নিয়োগ দেওয়া হয়।

শিক্ষাগত যোগ্যতা ও মন্ত্রণালয়ের দায়িত্ব

স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরায় সামাজিক-নৃতত্ত্বে ডক্টরেট করা হরিণী এবারও প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

গুরুত্বপূর্ণ পদে পুনর্নিয়োগ

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন প্রবীণ রাজনীতিক বিজিতা হেরাথ। দেশের চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ অর্থ মন্ত্রণালয় নিজের কাছে রেখেছেন প্রেসিডেন্ট অনূঢ়া।

স্পিকার নির্বাচন

আজ (মঙ্গলবার) পার্লামেন্টের সদস্যরা স্পিকার নির্বাচন করবেন।

এনপিপির বিশাল জয়

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত আগাম নির্বাচনে শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে বড় জয় পেয়েছে অনূঢ়ার নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোট। ২২৫ আসনের মধ্যে ১৫৯টি আসনে জয়লাভ করেছে জোটটি। এতে এনপিপি মোট ভোটের ৬২ শতাংশ অর্থাৎ প্রায় ৭০ লাখ ভোট পেয়েছে।

এর আগে সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে অনূঢ়া ৪২ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। তখন পার্লামেন্টে এনপিপির মাত্র তিনটি আসন ছিল। পার্লামেন্টে জোটের প্রভাব বাড়াতে এবং স্থিতিশীল সরকার গঠনের লক্ষ্যে তিনি আগাম নির্বাচনের আয়োজন করেছিলেন।

ভবিষ্যৎ চ্যালেঞ্জ

এনপিপির এ বিশাল জয় প্রেসিডেন্ট অনূঢ়াকে ক্ষমতা শক্তিশালী করার সুযোগ দিলেও দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং জনগণের প্রত্যাশা পূরণে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নতুন সরকারকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow