১২ ঘণ্টার ব্যবধানে বাঁশখালীতে সড়কে প্রাণ গেল আরও এক পথচারীর

চট্টগ্রামের বাঁশখালীতে ১২ ঘণ্টার ব্যবধানে আরও এক পথচারী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব বৈলগাঁও দমদমা দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই আহত হয়ে পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

Nov 19, 2024 - 08:56
 0  0
১২ ঘণ্টার ব্যবধানে বাঁশখালীতে সড়কে প্রাণ গেল আরও এক পথচারীর
চট্টগ্রামের বাঁশখালীতে গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় নিহত মো. জমির

চট্টগ্রামের বাঁশখালীতে ১২ ঘণ্টার ব্যবধানে আরও এক পথচারী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব বৈলগাঁও দমদমা দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই আহত হয়ে পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

নিহত ব্যক্তির নাম মো. জমির (৫০)। তিনি পূর্ব বৈলগাঁও এলাকার আমির হোসেনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে গতকাল সকালে একই এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় অবিনাশ ধর (৭৮) নামের এক ব্যক্তি প্রাণ হারান। তিনি মা-বাবার স্মরণে পূজা দিতে শ্মশানে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

বাঁশখালী থানার রামদাশ মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক তপন বাগচী বলেন, “নিহত ব্যক্তির পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে চেয়েছে। আমরা পাঁচলাইশ থানায় এ বিষয়ে লিখিত তদন্ত প্রতিবেদন পাঠিয়েছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow