১৩ বছরের ক্রিকেটার আইপিএল নিলামে! কে এই বিস্ময় বালক সূর্যবংশী?

ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। যেখানে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের সেরা সব ক্রিকেটার। তবে নিলামে নাম দিলেও অনেক খেলোয়াড় দল পান না। এ বছর সেই নিলামে জায়গা করে নিয়েছে মাত্র ১৩ বছর বয়সি এক বিস্ময় বালক, বৈভব সূর্যবংশী। তার নিলামে নাম ওঠার খবর ইতোমধ্যেই সাড়া ফেলেছে।

Nov 16, 2024 - 08:38
 0  1
১৩ বছরের ক্রিকেটার আইপিএল নিলামে! কে এই বিস্ময় বালক সূর্যবংশী?

আইপিএল নিলামে ১৩ বছরের বৈভব সূর্যবংশী! কে এই বিস্ময় বালক?

ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। যেখানে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের সেরা সব ক্রিকেটার। তবে নিলামে নাম দিলেও অনেক খেলোয়াড় দল পান না। এ বছর সেই নিলামে জায়গা করে নিয়েছে মাত্র ১৩ বছর বয়সি এক বিস্ময় বালক, বৈভব সূর্যবংশী। তার নিলামে নাম ওঠার খবর ইতোমধ্যেই সাড়া ফেলেছে।

কে এই বৈভব সূর্যবংশী?

ভারতের বাইরে তার নাম এখনও তেমন পরিচিত নয়, তবে নিজ দেশে বৈভব বেশ আলোচিত। মাত্র ১৩ বছর ২৩৪ দিনের এই ব্যাটসম্যান এরই মধ্যে নিজেকে চিনিয়েছেন সম্ভাবনাময় তারকা হিসেবে।

তরুণ বয়সেই অসাধারণ কীর্তি

বয়স মাত্র ১৩ হলেও বৈভব ইতোমধ্যেই ভারতের অনূর্ধ্ব-১৯ টেস্ট দলে জায়গা করে নিয়েছেন। গত মাসে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলতে নেমে এই ব্যাটার হাঁকিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি। টি-টোয়েন্টি মেজাজে মাত্র ৫৮ বলে করা তার সেঞ্চুরি যুব টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম এবং এত কম বয়সে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সেঞ্চুরির রেকর্ড।

রঞ্জি ট্রফিতে অভিষেক

১৩ বছর বয়সে সূর্যবংশী খেলে ফেলেছেন রঞ্জি ট্রফিতে। বিহারের হয়ে মাত্র ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার। যদিও এখন পর্যন্ত ৫ ম্যাচে তিনি করেছেন মোট ১০০ রান, সর্বোচ্চ ইনিংস ৪১, যা এসেছে সম্প্রতি নভেম্বর মাসে।

ঘরোয়া ক্রিকেটে ঝলক

বৈভব সূর্যবংশী হেমান ট্রফি, কোচবিহার ট্রফির মতো ঘরোয়া টুর্নামেন্টেও নিজেকে প্রমাণ করেছেন। হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রান এবং ভিনু মানকড় ট্রফিতে ৫ ম্যাচে ৪০০ রান করেছেন তিনি। বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রানধির বার্মা অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে একটি ট্রিপল সেঞ্চুরিও রয়েছে তার ঝুলিতে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বৈভব গত এক বছরে বিভিন্ন টুর্নামেন্টে মোট ৪৯টি সেঞ্চুরি করেছেন বলে দাবি করা হয়।

আইপিএল দলে জায়গা পেলে?

ঘরোয়া ক্রিকেটে এমন অসাধারণ কীর্তি গড়া এই তরুণ আইপিএলে কোনো দল পেয়ে গেলে সেটা খুব বেশি অবাক হওয়ার বিষয় হবে না। আইপিএলের চমকপ্রদ আসরে এমন ঘটনা প্রায়ই দেখা যায়। যদি দল পান, তবে মিচেল স্টার্ক, জাসপ্রিত বুমরাহ বা ট্রেন্ট বোল্টের বিপক্ষেও ব্যাট করতে দেখা যেতে পারে বৈভব সূর্যবংশীকে। সেটা হলে সারা বিশ্বই বিস্মিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow