বলিভিয়াকে ৬ গোল উপহার দিয়েছে আর্জেন্টিনা
লিওনেল মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে গোল বন্যায় ভাসালো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৬-০ গোলের বিশাল ব্যবধানের জয় পেয়েছে আলবিসেলেস্তারা।
লিওনেল মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে গোল বন্যায় ভাসালো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৬-০ গোলের বিশাল ব্যবধানের জয় পেয়েছে আলবিসেলেস্তারা।
ম্যাচের ১৯ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর, প্রথমার্ধের শেষ দিকে মেসির নৈপুন্যে স্কোর শিটে নাম লেখান লাউতারো মার্তিনেজ। যোগ করা সময়ে আলভারেস জালের দেখা পেলে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্কালোনি শিষ্যরা।
ম্যাচের দ্বিতীয়ার্ধে-ও অবশ্য আক্রমণের ধারা বজায় রাখে মেসির দল। ফলে, অনেকটা কোণঠাসা হয়ে পড়ে বলিভিয়া। তবে, ৬৯ মিনিটে আলমাদার গোলে চালকের আসনে বসে আর্জেন্টিনা।
এরপরের গল্পটা শুধুই মেসির। ম্যাচের ৮৪ ও ৮৬ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলকে এনে দেন বিশাল জয়। এই ম্যাচে হ্যাটট্রিকের পাশাপাশি ২টি এসিস্ট-ও রয়েছে মেসি’র।
What's Your Reaction?