"ওয়েস্ট হ্যামকে গোলবন্যায় ভাসিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো আর্সেনাল"

লন্ডন স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে দুর্দান্ত এক পারফরম্যান্স দেখিয়েছে আর্সেনাল। প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে পাঁচটি গোল দিয়ে কার্যত ম্যাচ শেষ করে দেয় মিকেল আর্তেতার দল। দ্বিতীয়ার্ধে কোনো গোল না হলেও ৫-২ ব্যবধানে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

Dec 1, 2024 - 05:15
 0  2
"ওয়েস্ট হ্যামকে গোলবন্যায় ভাসিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো আর্সেনাল"

লন্ডন স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে দুর্দান্ত এক পারফরম্যান্স দেখিয়েছে আর্সেনাল। প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে পাঁচটি গোল দিয়ে কার্যত ম্যাচ শেষ করে দেয় মিকেল আর্তেতার দল। দ্বিতীয়ার্ধে কোনো গোল না হলেও ৫-২ ব্যবধানে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

এ জয়ের মাধ্যমে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল।

ম্যাচের শুরুতেই ছয় মিনিটের মধ্যে দুই দলে মিলে চারটি গোল হয়, যেখানে আর্সেনাল প্রাধান্য দেখায়। আর্সেনালের পাঁচ গোলদাতা ছিলেন গ্যাব্রিয়েল মাগালিয়াইস, লেয়ান্দ্রো ত্রোসার, মার্টিন ওডেগার্ড, কাই হাভার্টজ এবং বুকায়ো সাকা। তাদের দুর্দান্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে ম্যাচটি হয়ে ওঠে একতরফা।

এদিন আর্সেনাল পুরো ম্যাচেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আক্রমণে আধিপত্য বিস্তার করে। প্রথমার্ধে ১০টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রেখে ৫টিতে সফল হয় তারা। ওয়েস্ট হ্যাম তিনটি শটের মধ্যে দুটি গোল করতে সক্ষম হয়।

যদিও প্রথমার্ধের গোলবন্যার পর বিরতির পর আর কোনো গোল দেখা যায়নি, ফলে ব্যবধান ৫-২-ই থেকে যায়।

এই জয়ের ফলে আর্সেনাল ১৩ ম্যাচে সাত জয় ও চার ড্র নিয়ে ২৫ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের ঠিক পেছনে ২৩ পয়েন্ট নিয়ে ব্রাইটন ও ম্যানচেস্টার সিটি। শীর্ষে রয়েছে লিভারপুল, যারা ১২ ম্যাচে ৩১ পয়েন্ট অর্জন করেছে। তবে ম্যানচেস্টার সিটি একটি ম্যাচ কম খেলেছে, ফলে পয়েন্ট তালিকায় উত্তেজনা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow