অবশেষে বিয়ে করলেন নাগা-শোভিতা
দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য দ্বিতীয়বারের মতো ঘর বাঁধলেন। অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর এবার নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে।
অবশেষে বিয়ে করলেন নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা
দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য দ্বিতীয়বারের মতো ঘর বাঁধলেন। অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর এবার নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে।
বুধবার (৪ ডিসেম্বর) হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে তেলেগু ঐতিহ্যে বিয়ে সম্পন্ন হয় এই তারকা জুটির। এদিন সোনালি সাজে চার হাত এক করে জীবনের নতুন পথে পা রাখেন নাগা ও শোভিতা।
বাগদান থেকে বিয়ে:
অগাস্ট মাসে বাগদান সেরে দুই পরিবারের মধ্যে শুরু হয় বিয়ের প্রস্তুতি। নাগার বাবা, বিখ্যাত অভিনেতা নাগার্জুন আক্কিনেনি নিজেই বাগদানের ছবি প্রকাশ করেছিলেন। প্রথমে শোনা গিয়েছিল রাজস্থানের কোনো প্রাসাদে হবে বিয়ে। তবে অতিরিক্ত আড়ম্বর এড়িয়ে অন্নপূর্ণা স্টুডিওকেই বেছে নেন তারা।
তারকাখচিত আয়োজন:
বিয়েতে উপস্থিত ছিলেন দক্ষিণী চলচ্চিত্র জগতের তাবড় তারকারা। অতিথিদের তালিকায় ছিলেন চিরঞ্জীবী, নয়নতারা, রামচরণ-উপাসনা, মহেশ বাবু-নম্রতা শিরোদকর, এসএস রাজামৌলি, প্রভাসসহ আরও অনেকে। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু।
পোশাক ও সাজসজ্জা:
নাগা চৈতন্যের পরনে ছিল ঘিয়ে রঙের পাঞ্জাবি, সাদা ধুতি ও লাল পাড়ের সাদা উত্তরীয়। শোভিতা ধূলিপালার সাজ ছিল ঐতিহ্যবাহী দক্ষিণী কাঞ্জিভরম শাড়িতে। তার সঙ্গে ছিল সোনার ভারী গয়না, মাথার চওড়া পট্টি এবং হাতে চুড়ি ও বালা।
বিয়ের ভোজ:
বিয়ের অনুষ্ঠানে পরিবেশন করা হয় নানা সুস্বাদু খাবার। তার মধ্যে ছিল বিভিন্ন ধরনের বিরিয়ানি, আলু কোর্মা, ছোট বেগুন দিয়ে তৈরি গুট্টি ভানাক্ক্যা কারি, টমেটো চাট, টিক্কি-চানা চাট, আপেলের হালুয়া, অন্ধ্র ও তেলেঙ্গানার বিখ্যাত মিষ্টি খাজাসহ আরও অনেক খাবার।
নাগা ও শোভিতার এই জুটি ভক্তদের কাছে এখন নতুন উদ্দীপনার কেন্দ্রবিন্দু। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই তাদের বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গেছে।
What's Your Reaction?