মধ্যরাতে রাজধানী কাপ্তান বাজারে যৌথ বাহিনীর অভিযান চালানো

রাজধানীর কাপ্তান বাজারে সড়ক অবরোধ করে ব্যবসা পরিচালনা করায় দিন-রাতই সেখানে যানজট লেগে থাকে। অবৈধ দোকান উচ্ছেদের জন্য মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে যৌথ বাহিনী অভিযান চালায়।

Dec 18, 2024 - 04:27
 0  2
মধ্যরাতে রাজধানী কাপ্তান বাজারে যৌথ বাহিনীর অভিযান চালানো

রাজধানীর কাপ্তান বাজারে সড়ক অবরোধ করে ব্যবসা পরিচালনা করায় দিন-রাতই সেখানে যানজট লেগে থাকে। অবৈধ দোকান উচ্ছেদের জন্য মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে যৌথ বাহিনী অভিযান চালায়।

অভিযান শুরু হয় রাত ১২টায়। যৌথ বাহিনীর উপস্থিতি দেখতে পেয়ে মুরগী ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যান। প্রতি দিন সড়ক বন্ধ করে চলে মুরগির বাজার। 

নিরাপদ সড়ক আন্দোলনের সমন্বয়ে যৌথ বাহিনী এই অবৈধ মুরগির বাজার উচ্ছেদ করতে অভিযান শুরু করে। অভিযানে রাস্তার পাশের ব্যবসায়ীদের দোকান সরিয়ে দেওয়া হয় এবং বেশ কিছু মুরগির খাঁচা জব্দ করা হয়।

ব্যবসায়ীরা দাবি করেন, তারা সিটি করপোরেশন থেকে ইজারা নিয়ে দোকান চালাচ্ছেন। কাপ্তান বাজার পোল্ট্রি মুরগি ব্যবসায়ী সমিতির সভাপতি জানান, তারা দক্ষিণ সিটি করপোরেশনকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা দেন। 

কাপ্তান বাজার পোল্ট্রি মুরগি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহাজউদ্দিন বলেন, "যানজট হয়, তবে রাস্তা খালি রাখার জন্য আমরা ৮ জন লাইনম্যান নিয়োগ করেছি। সিটি করপোরেশনকে আমরা টাকা দিই, অন্য কাউকে নয়।"

অভিযান শেষে সড়কের উপর রাখা ৫টি ট্রাককে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ইজারার মেয়াদও অতিক্রম হয়ে গেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বলেন, "রাস্তা যেন জনগণের চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত থাকে, সে জন্য এই অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

অভিযানের এক পর্যায়ে, রাস্তার পাশে রাখা ভ্যান উচ্ছেদের সময় ক্ষিপ্ত হয়ে যান ব্যবসায়ীরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow