বেসিস জাপান দিবস অনুষ্ঠিত

বাংলাদেশ-জাপান বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ এবং তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ১৭ ডিসেম্বর ঢাকার রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আয়োজন করে ‘বেসিস জাপান ডে ২০২৪’।

Dec 19, 2024 - 09:53
 0  2
বেসিস জাপান দিবস অনুষ্ঠিত

বাংলাদেশ-জাপান বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ এবং তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ১৭ ডিসেম্বর ঢাকার রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আয়োজন করে ‘বেসিস জাপান ডে ২০২৪’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি, এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পলিসি অ্যাডভাইজার (সমন্বয় এবং সংস্কার) ফয়েজ আহমদ তৈয়্যব।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী জাপানের রাষ্ট্রদূতকে বাংলাদেশের দক্ষ তরুণদের জন্য জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার আহ্বান জানান। তিনি বলেন, "বর্তমানে পঞ্চম শিল্পবিপ্লবের সময়ে আইসিটি অর্থনীতির প্রধান শক্তি। এই খাতে বাংলাদেশের তরুণরা জাপানে সেরা কর্মী হতে পারে।"

জবাবে, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থন জানিয়ে বলেন, "গত সপ্তাহেই আমি প্রধান উপদেষ্টাকে এই বিষয়টি জানিয়েছি। আইসিটি উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে প্রতিযোগিতা, সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। ব্যবসায় পরিবেশ উন্নয়ন হলে বাংলাদেশে আরও জাপানি বিনিয়োগ আসবে।"

তিনি আরও বলেন, "ইন্টারনেট শাটডাউনের মতো ঘটনা পূর্ববর্তী সরকারের আমলে সরকারের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। আমি আশা করি, বর্তমান সরকার এমন কিছু করবে না। এছাড়া, জাপানি বিনিয়োগকারীদের ওপর থেকে বাড়তি বোঝা কমানোর জন্য সরকারের পক্ষ থেকে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা উচিত।"

আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, "ডিজিটাল পাবলিক অবকাঠামো তৈরি করা সত্ত্বেও ডিজিটাল বৈষম্য দূর করতে সমন্বয়ের ঘাটতি অনুভব করছি। এ ক্ষেত্রে জাপান আমাদের বিশ্বস্ত বন্ধু, এবং তাদের সহায়তায় আমরা আমাদের ব্যাকবোন আরও শক্তিশালী করতে পারব।"

বেসিস জাপান ডেস্ক-এর চেয়ারম্যান একেএম আহমেদুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে মিয়াজাকি বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও সহ-সভাপতি ইয়াসুয়ে ইয়োশিনারি, জাইকার বাংলাদেশ প্রধান ইচিগুচি তোমোহিদে, এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই)-এর সভাপতি তারেক রফি ভূঁইয়া (জুন) সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেসিস এবং মিয়াজাকি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত জাপানের ভাষা শিক্ষা প্রোগ্রাম "বি-মিট" এর ৯টি ব্যাচকে সার্টিফিকেট প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow