পাকিস্তানে ওষুধের অভাবে ২৯ শিশুর প্রাণহানি

পাকিস্তানের কুররামে মহাসড়ক বন্ধ থাকার কারণে ওষুধের অভাবে অন্তত ২৯ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জিও নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

Dec 19, 2024 - 10:01
 0  2
পাকিস্তানে ওষুধের অভাবে ২৯ শিশুর প্রাণহানি

পাকিস্তানের কুররামে মহাসড়ক বন্ধ থাকার কারণে ওষুধের অভাবে অন্তত ২৯ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জিও নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, পারাচিনার জেলা সদর হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. সৈয়দ মীর হাসান জানিয়েছেন, অপর্যাপ্ত ওষুধ এবং মৌলিক স্বাস্থ্যসেবা উপকরণের অভাবে ১ অক্টোবর থেকে হাসপাতালটি রোগীদের যথাযথ চিকিৎসা দিতে পারছে না। 

এই সময়ে ২৯ জন শিশুসহ আরও বেশ কয়েকজন রোগী চিকিৎসা না পেয়ে মারা গেছে। তিনি সতর্ক করে বলেছেন, জরুরি পদক্ষেপ না নিলে স্বাস্থ্যসেবা সংকট আরও ভয়াবহ হবে। 

ডা. সৈয়দ মীর হাসান আরও জানান, পেশাওয়ার থেকে কিছু ওষুধ আসলেও তা হাসপাতালের প্রয়োজন পূরণের জন্য পর্যাপ্ত ছিল না। বর্তমানে হাসপাতালের বিভিন্ন ইউনিটে ওষুধের তীব্র সংকট বিরাজ করছে।

আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই এলাকায় সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছে। ২৪ কোটি মানুষের দেশে শিয়া সম্প্রদায় সংখ্যালঘু। সম্প্রতি সংঘটিত হামলার কারণে পারাচিনার শহর অচল হয়ে পড়ে এবং এর ফলে শহরে ওষুধ সরবরাহ করতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow