সাভার ও আশুলিয়ায় এক রাতেই ৩টি গাড়িতে ডাকাতি

সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে এক রাতে তিনটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

Dec 21, 2024 - 09:05
 0  1
সাভার ও আশুলিয়ায় এক রাতেই ৩টি গাড়িতে ডাকাতি

সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে এক রাতে তিনটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় ওয়েলকাম পরিবহনের বাসে যাত্রীবেশে ওঠে একদল ডাকাত। তারা যাত্রীদের কুপিয়ে টাকা, মোবাইল ফোনসহ সবকিছু লুটে নেয়। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে তারা বাস থেকে নেমে যায়।

এছাড়া, আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে একটি বরযাত্রীবাহী মিনিবাসেও ডাকাতি ঘটে। ময়মনসিংহ থেকে সদরপুর আসার পথে, রাস্তায় গাছ ফেলে একদল অস্ত্রধারী ডাকাতি করে। তারা যাত্রীদের মারধর করে এবং সর্বস্ব লুটে নেয়।

এদিকে, আশুলিয়ার কাঠগড়া-টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুরে একই কায়দায় চলন্ত প্রাইভেটকারেও ডাকাতি হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow