ফারিয়া: এবার প্রেমে জড়ালে বেশি সময় নেব না

ঘটনা ২০২০ সালের, মার্চ মাসে ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া পারিবারিকভাবে বাগদান সেরেছিলেন রনি রিয়াদ রশীদের সঙ্গে। কিন্তু এক বছর পরই তিনি জানান, তাদের বিয়ে আর হচ্ছে না এবং তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে। দীর্ঘ ১০ বছর প্রেমের পর, রনির সঙ্গে আংটিবদল করলেও, সেই সম্পর্ক আর টেকেনি। তারপর থেকে অভিনেত্রী একা জীবনযাপন করছেন এবং নতুন কোনো সম্পর্কে জড়াননি।

Dec 21, 2024 - 09:08
 0  0
ফারিয়া: এবার প্রেমে জড়ালে বেশি সময় নেব না

ঘটনা ২০২০ সালের, মার্চ মাসে ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া পারিবারিকভাবে বাগদান সেরেছিলেন রনি রিয়াদ রশীদের সঙ্গে। কিন্তু এক বছর পরই তিনি জানান, তাদের বিয়ে আর হচ্ছে না এবং তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে। দীর্ঘ ১০ বছর প্রেমের পর, রনির সঙ্গে আংটিবদল করলেও, সেই সম্পর্ক আর টেকেনি। তারপর থেকে অভিনেত্রী একা জীবনযাপন করছেন এবং নতুন কোনো সম্পর্কে জড়াননি।

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে টালিউডের সিনেমা "আবারও বিবাহ অভিযান"-এ। এছাড়া, "সুড়ঙ্গ" সিনেমায় একটি আইটেম গানে নাচতে দেখা গেছে তাকে।

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ফারিয়া তার বিচ্ছেদের কারণ পরিষ্কার করেছেন। তিনি বলেন, "দীর্ঘ ১০ বছর প্রেম করেছি, কিন্তু শেষের দিকে সেই প্রেমে ভালোবাসা ছিল না। আমরা কেউ-ই সম্পর্কটি টিকিয়ে রাখার চেষ্টা করিনি।" তিনি আরও বলেন, "আমি ভালো আছি। রনি নতুন জীবন শুরু করেছেন এবং এখন একটি সুন্দর পরিবার রয়েছে।"

নিজেকে সিঙ্গেল হিসেবে পরিচয় দিয়ে ফারিয়া বলেন, "গত দুই বছর আমি একা আছি, আর সময়টা খুব ভালো কাটছে। একা থাকতে আমি অনেক সুখী। আমি এখন কাজ ও জীবন নিয়েই ভাবছি। যদি কখনো প্রেমে পড়ি, তবে ভালোবেসে বিয়ে করব।"

নতুন সম্পর্কে তার চাহিদা নিয়েও কথা বলেন ফারিয়া। তিনি বলেন, "যে ব্যক্তি আমার জীবনে আসবে, তাকে অবশ্যই আমার থেকে শিক্ষিত হতে হবে, স্মার্ট এবং ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে। তার ব্যক্তিত্ব থাকা খুব জরুরি, এবং তাকে নারীদের সম্মান করতে জানতে হবে। সে এমন একজন হবে, যে আমার চোখের ইশারা থেকে সব বুঝে নেবে।" 

ফারিয়া আরও বলেন, "নতুন সম্পর্কের ক্ষেত্রে আমি আর বেশি সময় নেব না। কিছুদিন প্রেম করেই বিয়ে করে ফেলব। সেটা মিডিয়া বা বাইরে যেখানেই হোক, তাকে অবশ্যই একজন ভালো মানুষ হতে হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow