মোস্তাফিজ এবার কোন ঠিকানায়, আইপিএল নিলামে রিশাদের সম্ভাবনা কতটুকু
এবার কোন দলের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান? নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নিবে, নাকি ‘পরিবার’ হয়ে ওঠা চেন্নাই সুপার কিংস আবার মোস্তাফিজকে কিনবে? নতুন দলের কথা উঠছে কারণ, আইপিএলে একেক মৌসুমে একেক ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন তিনি।
এবার কোন দলের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান?
নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নিবে, নাকি ‘পরিবার’ হয়ে ওঠা চেন্নাই সুপার কিংস আবার মোস্তাফিজকে কিনবে? নতুন দলের কথা উঠছে কারণ, আইপিএলে একেক মৌসুমে একেক ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন তিনি।
সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস—২০১৬ সালে আইপিএলে অভিষেকের পর গত মৌসুম পর্যন্ত মোট পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন মোস্তাফিজ। এবার ২০২৫ আসরের নিলামে মোস্তাফিজের পাশাপাশি লেগ স্পিনার রিশাদ হোসেনের জন্যও নজর থাকবে। তবে তাঁদের দল পাওয়ার সম্ভাবনা কতটুকু?
চেন্নাই সুপার কিংস সর্বশেষ নিলামে ২ কোটি রুপিতে মোস্তাফিজকে কিনেছিল। গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে তিনি ছিলেন বাংলাদেশের একমাত্র ক্রিকেটার এবং নিজের প্রথম মৌসুমেই দারুণ পারফর্ম করেছিলেন। ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছিলেন তিনি।
চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মোস্তাফিজ দুর্দান্ত পারফর্ম করেন। ৬ ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন তিনি, এবং চেন্নাইয়ের ‘ধীরগতি’ উইকেটের সুবিধা নিয়েই তিনি খেলে ছিলেন। এটি মোস্তাফিজের দ্বিতীয় সেরা মৌসুম ছিল। এর আগে ২০২১ সালে রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন তিনি, এবং তার সবচেয়ে ভালো পারফর্ম্যান্স ছিল ২০১৬ সালে, ১৭ উইকেট।
আইপিএলে মোস্তাফিজের প্রতি ওভার খরচ ছিল ৯.২৬ রান। যদিও এটি কিছুটা বেশি, তবে গত মৌসুমে যেভাবে রান উঠেছে, তাতে এই ইকোনমি রেট খুব খারাপ নয়। আরও একটি দারুণ ব্যাপার ছিল, লঙ্কান পেসার মাতিশা পাতিরানার সঙ্গে মোস্তাফিজের জুটি, যা দলটির জন্য কার্যকরী ছিল।
তবে, ২০২৫ আইপিএলের জন্য চেন্নাই মোস্তাফিজকে রিটেইন (ধরে রাখা) করেনি। চেন্নাই রিটেইন করেছে রুতুরাজ গায়কোয়াড়, মাতিশা পাতিরানা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনিকে। যদিও মোস্তাফিজকে রিটেইন না করলেও, চেন্নাইয়ের দলে ফেরার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়নি। অনেক সময় দলগুলো পুরোনো খেলোয়াড়দের নিলামে কিনে নেয়, তাই চেন্নাই আবার মোস্তাফিজকে কিনতে পারে।
এছাড়া, মোস্তাফিজের পারফরম্যান্স বিবেচনায় অন্য কোনো দলও তাকে নিতে পারে। ২০২৫ আইপিএলে তার দল পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে, তবে আগামী মার্চ থেকে মে মাসের মধ্যে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজ রয়েছে, যা আইপিএলের সঙ্গে মিলে যাবে। তাই এসব সিরিজের তারকা ক্রিকেটারদের জন্য আইপিএলের নিলামে প্রভাব পড়তে পারে।
আরেক বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেনের জন্যও আইপিএলে দল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও গত মাসে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রিশাদ খুব ভালো করেননি, তবুও আইপিএলে লেগ স্পিনারদের প্রতি বিশেষ চাহিদা থাকে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নেওয়া এই স্পিনারের কপালও খুলতে পারে।
এছাড়া, মোস্তাফিজ ও রিশাদ ছাড়াও বাংলাদেশের আরও ১০ ক্রিকেটার আইপিএলের মেগা নিলামে অংশগ্রহণ করবেন। সৌদি আরবের জেদ্দায় ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত এই নিলামে ১০টি দল ৭০ বিদেশি ক্রিকেটারকে কিনবে
What's Your Reaction?