রোনালদোর তুর্কি লিগে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন মরিনহো
সৌদি প্রো লিগে গোলের ধারায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করা তার জন্য কঠিন মনে হচ্ছে না। তবে আল নাসরের হয়ে লিগ শিরোপা জেতা এবারও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আল হিলাল ও আল ইত্তিহাদের সঙ্গে প্রতিযোগিতায় এখনও পেরে উঠছে না তার দল।
গুঞ্জন উঠেছিল যে, পর্তুগিজ কোচ জোসে মরিনহো তার স্বদেশি এবং এক সময়ের শিষ্য ক্রিস্টিয়ানো রোনালদোকে তুর্কি সুপার লিগে নিয়ে আসার চেষ্টা করছেন। এমনকি তাদের মধ্যে মুঠোফোনে আলোচনা হয়েছে বলেও শোনা যাচ্ছিল। তবে এবার এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মরিনহো, যিনি পোর্তো ও ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দিয়েছেন।
মরিনহো এবং রোনালদো একসঙ্গে রিয়াল মাদ্রিদে খেলেছিলেন এবং ২০১১-১২ মৌসুমে লা লিগা ও কোপা দেল রে শিরোপা জিতেছিলেন। যদিও এরপর তাদের পথ আলাদা হয়ে গেছে, তবে তাদের সুসম্পর্ক এখনও বজায় রয়েছে। রোনালদোর আগামী দলবদল নিয়ে গুঞ্জনের প্রসঙ্গে জানতে চাওয়া হলে মরিনহো এ সম্পর্কে নিজের স্বভাবসিদ্ধ বিদ্রূপে উত্তর দিয়েছেন।
মরিনহো বলেন, "ফেনেরবাচের সঙ্গে রোনালদোকে জড়িয়ে খবরটা আসলেই হাস্যকর। রোনালদো ইস্তাম্বুলে খেতে আসতেই পারেন, কারণ এটি সৌদি আরব থেকে পর্তুগালে যাওয়ার পথে পড়ে। অথবা সে তার পুরনো বন্ধু জোসের (মরিনহো) সঙ্গে দেখা করতে আসতে পারে, আমরা আমার হোটেলে খেতে পারি।"
এদিকে, মরিনহো এই মৌসুমেই ফেনেরবাচের কোচ হিসেবে যোগ দিয়েছেন এবং দলটি সুপার লিগে গালতাসারের আধিপত্য ভাঙতে চেষ্টা করছে। তবে লিগের ১২ ম্যাচ শেষে তারা গালতাসারের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে রয়েছে।
অন্যদিকে, রোনালদোর আল নাসরও একই পরিস্থিতিতে আছে। তাদের সর্বশেষ ম্যাচে আল কাদিসিয়াহ'র কাছে ২-১ গোলে হারানোর পর, লিগের শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে পড়েছে। রোনালদোর দলকে লিগে টিকে থাকতে দ্রুত ঘুরে দাঁড়াতে হবে।
What's Your Reaction?