বিভেদ ভুলে অলিম্পিকের চেতনায় ভারতকে এক হওয়ার আহ্বান আফ্রিদির

চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ নিয়ে উত্তেজনার পারদ চরমে। ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বের কারণে টুর্নামেন্টটি মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। ভারতের সাফ কথা, তারা পাকিস্তানের মাটিতে গিয়ে খেলবে না। অন্যদিকে, পাকিস্তানের অবস্থানও স্পষ্ট—বাকি ছয় দল যদি পাকিস্তানে খেলতে পারে, তাহলে ভারতকেও সেখানে আসতে হবে।

Nov 14, 2024 - 09:06
 0  1
বিভেদ ভুলে অলিম্পিকের চেতনায় ভারতকে এক হওয়ার আহ্বান আফ্রিদির

চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ নিয়ে উত্তেজনার পারদ চরমে। ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বের কারণে টুর্নামেন্টটি মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। ভারতের সাফ কথা, তারা পাকিস্তানের মাটিতে গিয়ে খেলবে না। অন্যদিকে, পাকিস্তানের অবস্থানও স্পষ্ট—বাকি ছয় দল যদি পাকিস্তানে খেলতে পারে, তাহলে ভারতকেও সেখানে আসতে হবে।

আইসিসির চাপে দুই দেশের সমঝোতা অনিশ্চিত
এই টানাপোড়েন সামাল দিতে হিমশিম খাচ্ছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার লক্ষ্য, ভারত ও পাকিস্তানকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা। তা না হলে আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা প্রবল। এই অবস্থায় পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বিভেদ ভুলে ঐক্যের আহ্বান জানিয়েছেন।

আফ্রিদির ঐক্যের বার্তা
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি এক্সে (পূর্বের টুইটার) লিখেছেন, “ক্রিকেট এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ের মুখে। এটি সম্ভবত খেলাটির ইতিহাসে অন্যতম বড় চ্যালেঞ্জ। এখন সময় এসেছে বিভেদ দূরে সরিয়ে খেলাটির মাধ্যমে এক হওয়ার। যদি অলিম্পিকের চেতনায় ইতিহাস দ্বারা বিভক্ত দেশগুলো এক হতে পারে, তবে কেন আমরা চ্যাম্পিয়নস ট্রফির জন্যও একই কাজ করতে পারব না?”

পাকিস্তানের আতিথেয়তার বার্তা
আফ্রিদি আরও বলেন, “এই খেলাটি আমাদের অহংকে নিয়ন্ত্রণে রাখা এবং ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। আমি আশা করি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এ পাকিস্তানে সব দল খেলতে আসবে। তারা এখানকার আতিথেয়তার অভিজ্ঞতা লাভ করবে এবং মাঠের বাইরে অসাধারণ স্মৃতি নিয়ে ফিরে যাবে।”

ভারত-পাকিস্তানের দীর্ঘ বিরোধ
উল্লেখ্য, ২০০৮ সালের পর ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে কোনো ম্যাচ খেলেনি। তবে পাকিস্তান বেশ কয়েকবার আইসিসি টুর্নামেন্টে অংশ নিতে ভারতে গিয়েছে। সদ্যসমাপ্ত ওয়ানডে বিশ্বকাপেও বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান দল ভারত সফর করেছে। তবে এর আগে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত এশিয়া কাপে অংশ নেয়নি ভারত।

এই পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের সমঝোতা হলে চ্যাম্পিয়নস ট্রফি সফলভাবে আয়োজন করা সম্ভব হবে কিনা, তা নিয়ে এখনো রয়েছে বড় প্রশ্ন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow