মেডিকেল শিক্ষার্থীদের আন্তর্জাতিক সংস্থায় বড় দায়িত্বে সাদাত

আন্তর্জাতিক ফেডারেশন অব মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইএফএমএসএ) এর আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী শরীফ মোহাম্মাদ সাদাত। বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম ব্যক্তি, যিনি এই আন্তর্জাতিক সংগঠনের আঞ্চলিক দায়িত্বে নিয়োগ পেলেন।

Nov 17, 2024 - 05:33
 0  6
মেডিকেল শিক্ষার্থীদের আন্তর্জাতিক সংস্থায় বড় দায়িত্বে সাদাত
ফিলিপিনে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যালয়ে সাদাত

আন্তর্জাতিক ফেডারেশন অব মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইএফএমএসএ) এর আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী শরীফ মোহাম্মাদ সাদাত। বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম ব্যক্তি, যিনি এই আন্তর্জাতিক সংগঠনের আঞ্চলিক দায়িত্বে নিয়োগ পেলেন।

আইএফএমএসএ হলো একটি বৈশ্বিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা মূলত মেডিকেল শিক্ষার্থীদের জন্য কাজ করে। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি বিশ্বের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম শিক্ষার্থী-পরিচালিত সংগঠন হিসেবে পরিচিত। বর্তমানে ১২৩টি দেশের ১৩৩টি অঙ্গসংগঠনের মাধ্যমে প্রায় ১৫ লাখ মেডিকেল শিক্ষার্থী আইএফএমএসএর সদস্য। বিশ্বের স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং অন্যান্য আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতায় এই সংগঠন বিভিন্ন স্বাস্থ্যসংক্রান্ত কর্মসূচি পরিচালনা করে থাকে।

বাংলাদেশে আইএফএমএসএর স্থানীয় শাখা হলো ‘বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি’। সাদাত ২০১৯ সালে এই সংগঠনের স্থানীয় কমিটিতে যোগদান করেন এবং এরপর স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পাঁচ বছর কাজ করেন। গত মাসে তিনি আইএফএমএসএ এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন। নির্বাচনের জন্য তাকে প্রথমে একটি বিতর্কে অংশগ্রহণ করতে হয়, যেখানে সদস্য দেশগুলোর প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন। এখন অস্ট্রেলিয়া, চীন, জাপান, ভারতসহ ১৮টি দেশের শিক্ষার্থীরা আগামী এক বছর তার নেতৃত্বে কাজ করবেন।

সংগঠনের সঙ্গে তার যুক্ত হওয়া সম্পর্কে সাদাত বলেন, “গত কয়েক বছর বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা করার সুযোগ পেয়েছি। এই সংগঠনটি আমাদের শেখার এবং জানার প্রক্রিয়া সহজ করেছে, বিশেষ করে বৈশ্বিক জনস্বাস্থ্য, আধুনিক চিকিৎসা, এবং বিশ্বের স্বাস্থ্যব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ পেয়েছি। বিভিন্ন দেশের স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পর্কিত কাজ করার মাধ্যমে অনেক কিছু শিখেছি।”

আইএফএমএসএ ছয়টি প্রধান কমিটির মাধ্যমে কাজ করে, যার মধ্যে রয়েছে গবেষণা বিনিময়, পেশাগত বিনিময়, চিকিৎসা শিক্ষা, মানবাধিকার ও শান্তি, জনস্বাস্থ্য, এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার। প্রতিটি সদস্য দেশের স্থানীয় কমিটি এই নির্দেশনা অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করে।

এশিয়া প্যাসিফিক অঞ্চলের সভায় সাদাত, বাংলাদেশের পতাকা হাতে l

আঞ্চলিক পরিচালক হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কে এ শিক্ষার্থী বলেন, ‘অনলাইনে বিভিন্ন দেশের কমিটিগুলোর সঙ্গে কাজ করব। দিকনির্দেশনা দেব। হয়তো স্বাস্থ্য নিয়ে অফলাইনে কাজ করাও হতে পারে। কিছুদিন আগে আমরা ফিলিপাইনে একটা সভায় যোগ দিয়েছিলাম। সেখানে স্বাস্থ্য খাত নিয়ে বিভিন্ন বিষয়ে মতামত দেওয়ার সুযোগ হয়েছে। আমরা মূলত তরুণদের কণ্ঠস্বর সব জায়গায় পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছি। আর দেশে আমরা নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করি। এর মধ্যে হেলথ ক্যাম্প, স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার, কর্মশালা, বিনা মূল্যে চিকিৎসাসেবা, নানা কিছু আছে।’

আন্তর্জাতিক এ সংস্থাটির সদস্যরা গবেষণায় সহযোগিতা, উচ্চশিক্ষায় বৃত্তিসহ নানা সুবিধা পান। সুযোগ হয় দেশের বাইরে গিয়ে কাজ করা ও সেমিনারে অংশ নেওয়ারও।

বর্তমানে বাংলাদেশের ৮০টি মেডিকেল কলেজের প্রায় ২০ হাজার শিক্ষার্থী সক্রিয়ভাবে আইএফএমএসএর বাংলাদেশ অধ্যায়ে কাজ করছেন বলে জানান সাদাত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow