হেলপারের লাশ মিলল পার্কিংয়ে থাকা বাসের ভেতরে

যশোরে পার্কিংয়ে থাকা সরদার ট্রাভেলস নামে একটি পরিবহণের ভেতর থেকে এক বাস হেলপারের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের মনিহার এলাকার মনিরুদ্দিন তেল পাম্পের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

Nov 16, 2024 - 07:27
 0  0
হেলপারের লাশ মিলল পার্কিংয়ে থাকা বাসের ভেতরে

যশোরে পার্কিংয়ে থাকা সরদার ট্রাভেলস নামে একটি পরিবহণের ভেতর থেকে এক বাস হেলপারের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের মনিহার এলাকার মনিরুদ্দিন তেল পাম্পের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত হেলপারের নাম বাপ্পি (২৫)। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।

জানা যায়, যশোর শহরের মনিহার বাসস্ট্যান্ড মোড়ে মনিরুদ্দিন তেল পাম্প থেকে তেল নিয়ে যশোর-ঢাকা মহাসড়কের পাশে বাস বন্ধ করে অবস্থান করছিল। তিনি একা গাড়িতে ছিলেন। সকালে চালক ও সুপারভাইজার এসে তাকে মৃত অবস্থায় দেখে কোতয়ালী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহত বাপ্পির পিঠে ও কোমরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। গাড়ির ভেতরে হত্যার কাজে ব্যবহৃত একটি ছুরি পাওয়া গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। জিজ্ঞাসাবাদের জন্য গাড়ির চালক ও সুপার ভাইজারকে পুলিশ হেফাজতে নিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow