ভেজা বা তৈলাক্ত হাতেও স্বচ্ছন্দে ব্যবহার করা যায় এই ফোন

দেশের বাজারে ‘হট ৫০ প্রো প্লাস’ মডেলের নতুন স্মার্টফোন এনেছে ইনফিনিক্স। আইপি৫৪ প্রযুক্তিনির্ভর ফোনটিতে পানি ও ধুলা প্রতিরোধক সুবিধা থাকায় ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না। শুধু তাই নয়, ভেজা বা তৈলাক্ত হাতেও স্বচ্ছন্দে ফোনটির স্পর্শনির্ভর পর্দা ব্যবহার করা যায়। ফোনটির দাম ধরা হয়েছে ২৩ হাজার ৯৯৯ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ।

Nov 16, 2024 - 08:24
 0  1
ভেজা বা তৈলাক্ত হাতেও স্বচ্ছন্দে ব্যবহার করা যায় এই ফোন
হট ৫০ প্রো প্লাস

দেশের বাজারে ‘হট ৫০ প্রো প্লাস’ মডেলের নতুন স্মার্টফোন এনেছে ইনফিনিক্স। আইপি৫৪ প্রযুক্তিনির্ভর ফোনটিতে পানি ও ধুলা প্রতিরোধক সুবিধা থাকায় ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না। শুধু তাই নয়, ভেজা বা তৈলাক্ত হাতেও স্বচ্ছন্দে ফোনটির স্পর্শনির্ভর পর্দা ব্যবহার করা যায়। ফোনটির দাম ধরা হয়েছে ২৩ হাজার ৯৯৯ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফলে ফোনটির পর্দায় সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়। হেলিও জি১০০ প্রসেসরে চলা ফোনটির পর্দা স্ক্র্যাচ-প্রতিরোধক হওয়ায় দাগও পড়ে না। ফোনটিতে ৮ গিগাবাইট র‍্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা সম্ভব।

ফোনটির পেছনে এলইডি ফ্ল্যাশসহ ৫০ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়। ফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির পাশাপাশি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জ করা যায়। ধূসর, বেগুনি ও কালো রঙে বাজারে পাওয়া যাবে ফোনটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow