ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পকে যে আহ্বান জানাল হামাস

গাজায় যুদ্ধবিরতির জন্য প্রস্তুত হামাস। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরাইলকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে হামাস, যাতে তারা গাজায় হামলা থামায়।

Nov 16, 2024 - 06:48
 0  0
ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পকে যে আহ্বান জানাল হামাস

গাজায় যুদ্ধবিরতির জন্য প্রস্তুত হামাস। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরাইলকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে হামাস, যাতে তারা গাজায় হামলা থামায়।

শুক্রবার (১৫ নভেম্বর) হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য বাসেম নাইম এএফপিকে জানান, হামাস যদি যুদ্ধবিরতির প্রস্তাব পায় এবং ইসরাইল সেটি মেনে নেয়, তবে গাজায় যুদ্ধবিরতির জন্য তারা প্রস্তুত। তিনি আরও বলেন, "আমরা মার্কিন প্রশাসন এবং ট্রাম্পকে আহ্বান জানাই, যাতে তারা ইসরাইলি সরকারকে গাজার ওপর বর্বর হামলা থামাতে চাপ দেয়।"

কাতার শনিবার জানায়, তারা গাজা যুদ্ধের যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির চুক্তির ব্যাপারে অপ্রত্যক্ষ আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা স্থগিত করেছে। কাতার এক বছরেরও বেশি সময় ধরে এই আলোচনায় অংশগ্রহণ করলেও, এখন পর্যন্ত কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে জানান, "যদি উভয় পক্ষ তাদের ইচ্ছাশক্তি এবং গম্ভীরতা প্রদর্শন করে, তবে কাতার আবার এই প্রচেষ্টা শুরু করবে।"

শুক্রবার হামাসের এই ঘোষণার পর ইসরাইল গাজায় বিমান হামলা চালায়। মধ্য গাজার দেইর এল-বালাহ শহরের বাসিন্দারা তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়ির মাটি ও খণ্ডাংশ খুঁজে বের করতে ব্যস্ত ছিল।

শহরের বাসিন্দা মোহামেদ বারাকা বলেন, "শুক্রবার ভোরে বিস্ফোরণের শব্দে আমি জেগে উঠি। তখন আমি এবং আমার সন্তানদের ওপর কাঁচ ও ধ্বংসাবশেষ পড়তে থাকে।" তিনি জানান, এই হামলায় তিনজন শহীদ এবং ১৫ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, "এই যুদ্ধ শেষ করুন। নিরপরাধ মানুষ তাদের অসহায় সন্তানদের হারাচ্ছে, যাদের এই সবের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow