৪৩৯ রান, ৩২ ছক্কা ও দলীয় হ্যাটট্রিকের ম্যাচ

দুই দল মিলে তুলল ৪৩৯ রান, আর ছক্কার বন্যা হলো মোট ৩২টি—প্রতিটি দলের ভাগে সমান ১৬টি করে। সেন্ট লুসিয়ায় গত রাতের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ হাসি হাসল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের দেওয়া ২১৯ রানের লক্ষ্য মাত্র ৬ বল বাকি থাকতে ৫ উইকেট হাতে রেখে টপকে গেছে ক্যারিবীয়রা।

Nov 17, 2024 - 03:32
 0  0
৪৩৯ রান, ৩২ ছক্কা ও দলীয় হ্যাটট্রিকের ম্যাচ

দুই দল মিলে তুলল ৪৩৯ রান, আর ছক্কার বন্যা হলো মোট ৩২টি—প্রতিটি দলের ভাগে সমান ১৬টি করে। সেন্ট লুসিয়ায় গত রাতের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ হাসি হাসল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের দেওয়া ২১৯ রানের লক্ষ্য মাত্র ৬ বল বাকি থাকতে ৫ উইকেট হাতে রেখে টপকে গেছে ক্যারিবীয়রা।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটিতে জয় তুলে সিরিজ আগেই নিশ্চিত করেছিল ইংল্যান্ড। তবে নিয়মরক্ষার শেষ দুই ম্যাচের একটি জিতে ওয়েস্ট ইন্ডিজ ব্যবধান কমিয়েছে ৩–১। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ রাতে সেন্ট লুসিয়াতেই।

বড় লক্ষ্য তাড়ার মঞ্চ তৈরি করেন দুই ওপেনার শাই হোপ ও এভিন লুইস। তাঁদের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ৫৫ বলে ১৩৬ রানের জুটি গড়েন। দুজনের স্ট্রাইক রেটই ছিল ২০০-এর ওপরে। লুইস তাঁর স্বভাবসুলভ বড় শটের প্রদর্শনীতে ৩১ বলে ৬৮ রান করেন, যেখানে ছিল ৭টি ছক্কা ও ৪টি চার। অন্যদিকে, শাই হোপের ব্যাট থেকে আসে ২৪ বলে ৫৪ রান, যার মধ্যে ছিল ৩টি ছক্কা ও ৭টি চার।

১৩৬ রানে প্রথম উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ ওই একই রানে দ্রুত ৩ উইকেট হারিয়ে ফেলে। রেহান আহমেদের এক ওভারে এই ধস নামে—প্রথম বলে লুইস, দ্বিতীয় বলে হোপ রান আউট, আর তৃতীয় বলে নিকোলাস পুরান বোল্ড। ফলে ঘটে যায় দলীয় হ্যাটট্রিক।

টানা ৩ বলে ৩ উইকেট হারানোর পরও ওয়েস্ট ইন্ডিজকে আর থামানো যায়নি। অধিনায়ক রোভম্যান পাওয়েল ২৩ বলে ৩৮ রান করেন, আর শেরফান রাদারফোর্ড ১৭ বলে অপরাজিত ২৯ রান করে জয় নিশ্চিত করেন।

ইংল্যান্ডের বড় সংগ্রহের ভিত তৈরি করেছিলেন ওপেনাররা। টসে হেরে ব্যাট করতে নেমে তাদের ওপেনিং জুটি ৩০ বলে তোলে ৫৪ রান। ফিল্ট সল্ট ৩৫ বলে ৫৫ রান করেন, যেখানে ছিল ৩টি ছক্কা ও ৬টি চার। উইল জ্যাকস ১২ বলে ২৫ রান করে বিদায় নেন।

ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের মতো ২৩ বলে ৩৮ রান করেন। প্রথম ম্যাচে ফিফটি পাওয়া জ্যাকব বেথেল কালও দুর্দান্ত খেলেন এবং ৩২ বলে অপরাজিত ৬২ রান করেন। স্যাম কারেনও ১৩ বলে অপরাজিত ২৪ রান করেন। তবে এত বড় সংগ্রহ করেও ম্যাচ জেতার জন্য তা যথেষ্ট ছিল না।

ওয়েস্ট ইন্ডিজের এই জয়ে শেষ ম্যাচের আগে কিছুটা হলেও মান রক্ষা হলো। আজ রাতে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০ ওভারে ২১৮/৫ (সল্ট ৫৫, বেথেল ৬২; মোতি ২/৪০, জোসেফ ১/৩৩)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৯ ওভারে ২২১/৫ (লুইস ৬৮, হোপ ৫৪; রেহান ৩/৪৩, টার্নার ১/৪২)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: শাই হোপ।
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৩–১ ব্যবধানে এগিয়ে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow