ভুটানের রাষ্ট্রদূত রিনচেনের সঙ্গে বিএনপির বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিলের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

Nov 21, 2024 - 10:07
 0  1
ভুটানের রাষ্ট্রদূত রিনচেনের সঙ্গে বিএনপির বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিলের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানান, বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভুটানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক সব সময় ভালো ছিল। বিএনপি সরকারের সময়ে ভুটানের সবজি বাংলাদেশে আমদানি হতো।

তিনি আরও বলেন, আগামীতে ভুটানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

ভুটান বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করার প্রস্তাব দিয়েছে জানিয়ে আমির খসরু বলেন, "আমরা বলেছি, এখানে কাজ করার সুযোগ রয়েছে। কারণ, ভুটানের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট উৎপাদনের সক্ষমতা প্রায় ৩০ হাজার মেগাওয়াট।"

সার্ক বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, "ভুটানের সঙ্গে আমরা আলোচনা করেছি, কীভাবে সার্ককে আরও কার্যকর করা যায়।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow