রাজধানীসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখযোগ্য যে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগ প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করছে না। তবে আজ, ১০ নভেম্বর, নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ রাজধানীর গুলিস্তান এলাকার জিরো পয়েন্টে দুপুর ৩টায় নেতা-কর্মীদের জড়ো করে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, আওয়ামী লীগের এই কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিভিন্ন ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে তারা দুপুর ১২টায় গুলিস্তানে 'পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত' শিরোনামে কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে।
What's Your Reaction?